Wednesday 16 November 2022

'সন্ন্যাসী দেশনায়ক' -- অম্লান কুসুম ঘোষ পরিচালিত ছায়াছবি অবশ্য দেখবেন অন্তত একবার |



'সন্ন্যাসী দেশনায়ক' -- অম্লান কুসুম ঘোষ পরিচালিত ছায়াছবি অবশ্য দেখবেন অন্তত একবার |

---------------------------------------------


প্রয়োজনে তো সবাই বন্ধুত্ব করেন, সম্পদের সুহৃদ | দুঃখের দিনে যিনি সাথে থাকেন, সহানুভূতির হাত বাড়ান, তিনিই বন্ধু, বন্ধুর পথে সহযাত্রী যিনি | এমন বন্ধু মেলা ভার | ভগবনজী কিন্তু এমনই কয়েকজন অতি অনুগত, নিঃস্বার্থ, সেবাপরায়ণ ভক্ত, অনুরাগী পেয়েছিলেন যাঁরা তাঁর সেবায় জীবনপাত করেছেন | তাঁদের সকলের চরণে প্রণাম | এই স্বার্থপর জগতে এমন বিরল সব ব্যক্তিত্বের দেখা পাওয়া ভার | কিন্তু যিনি নিজে নিঃস্বার্থ, তাঁর কাছে এঁরা এসে পড়েন কর্মের অমোঘ নিয়মে |


আছে কি আমাদের দেবার মত কিছু, আত্মবলিদান, স্বার্থসমূহ জলাঞ্জলি? যদি থাকে তো মনুষ্য পদবাচ্য, নচেৎ পশুপ্রায় জীবমাত্র, পুঞ্জিভূত প্রয়োজনের রাশিকৃত কোষ |


সবাই ভালবাসেন না নেতাজীকে, নিজেকেই ভালবাসেন, তাও বিকৃতরূপে, বাসনাতাড়িত আত্মহননের পথে | অথচ আত্মম্ভরিতা, বাগাড়ম্বর দেখুন -- সব নেতাজীর সুনামের রক্ষক হয়ে বসেছেন | এমনই অবস্থা আজ |


সরকারিভাবে নেতাজী মৃত, ভক্তচক্ষে চিরঞ্জীবী, জ্ঞাতিগোষ্ঠীর জ্ঞাতসারে নানাবর্ণে রঞ্জিত -- বিবাহিত, অবিবাহিত, বিমান দুর্ঘটনায় মৃত, অজ্ঞাত সন্ন্যাসীরূপে গোপনে জীবিত, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, বীর্যবান ব্রহ্মচারীরূপে ত্যাগব্রতে চিরদীক্ষিত, অবৈধ প্রণয়সম্বন্ধে লিপ্ত, গুপ্তপ্রেম, গুপ্তপিতৃত্বে আবদ্ধ, আরও কত কি | বিরাট পরিবার, তার বিচিত্র ভাবনা ! এহেন অবস্থায় সত্যাসত্য নিরূপণ করা দুষ্কর কর্ম |


দ্বাপরযুগে সংঘটিত মহাভারতের কাহিনীর একদিন ইতি হয়েছিল | কলি-সত্যযুগের সন্ধিক্ষণে এই নব মহাভারতের রচনাকর্ম আজও চলেছে | এর যেন ইতি নেই |


'নানান মুনির নানান মত' -- এই প্রবাদবাক্যের যাথার্থ সুভাষচন্দ্র-নেতাজী-ভগবনজী-মহাকালের সাপেক্ষে অতীব সত্য | সকলেরই মত আছে এ বিষয়ে, তথ্যভিত্তিক জ্ঞান থাকুক আর নাই থাকুক | মতটি প্রকট করা চাই, তাও দলবল পাকিয়ে, রক্তবর্ণ চক্ষু দেখিয়ে, অগ্নিময় বাঙ্ময় গোলা বর্ষণ করে | কিন্তু ভবি তো ভোলার নয় | যশবন্ত সিংহ যেমন ঔরঙ্গজীবের 'রক্তবর্ণ চক্ষু আর অগ্নিময় গোলাকে সমানে তুচ্ছজ্ঞান' [দ্রষ্টব্য 'শাহজাহান' নাটক, দ্বিজেন্দ্রলাল রায় বিরচিত] করেছিলেন, তেমনি Amlan Kusum Ghosh এইসব অধুনা উদ্ভূত নবাব বাদশাহের হুমকি অবলীলায় উপেক্ষা করে চমৎকার চলচ্চিত্র দর্শকবৃন্দকে উপহার দিয়েছেন | তাঁকে সাধুবাদ | এখনও সময় আছে, দেখে আসুন একবার | তারপর কথা হবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment