Tuesday 15 November 2022

বিজয়ী ভব!



বিজয়ী ভব!


অম্লান বাবু, আপনি লক্ষ্য ভেদ করেছেন অর্জুনের ন্যায়, তাই এত প্রতিরোধ করছে দুর্বৃত্তেরা | এঁরাই নেতাজীর শত্রু এবং ভগবনজী এঁদেরই প্রতি বিদ্রুপাত্মক নানা মন্তব্য করেছেন |


যাঁরা বিপদের দিনে তাঁর সাথে ছিলেন, আজীবন আত্মোৎসর্গ করলেন তাঁর সেবায়, তাঁর প্রতিরক্ষায়, তাঁরা হলেন আজকের সুযোগসন্ধানীদের মতে নেতাজীর গায়ে কলঙ্কলেপক আর যাঁরা তাঁর নাম ভাঙিয়ে আজীবন চালিয়ে দিলেন, তাঁর দুঃখদৈন্যের দিনে একটা খোঁজও করলেন না, যাঁরা এই মহামানবকে অবৈধ পরিণয়সূত্রে ও পিতৃত্বের সম্পর্কে গাঁথলেন, একবারও সেই মহামানবের 'দিকে দিকে রোমাঞ্চ'কারী আবির্ভাবের ধার ধারলেন না, তাঁরা আজ উচ্চকন্ঠে নেতাজীর মানসম্মানের রক্ষক বলে দাবী করছেন? তাঁদের ত্যাগ কোথায়? তাঁদের মধ্যে কি একজনও সমর গুহ, সুনীলকৃষ্ণ গুপ্ত, সুনীল দাস, সন্তোষ কুমার ভট্টাচার্য, সুরজিৎ দাশগুপ্ত, দুলাল নন্দি, বিজয় নাগ, রঘুনাথপ্রসাদ মিশ্র হেন ব্যক্তি পাওয়া যাবে? সম্পদে এসেছেন, বিপদের দিনে ছিলেন কোথায় তাঁরা?


ব্যবসা? বানিজ্য? লাভ? নেতাজীর নাম ভাঙিয়ে খাওয়া? এগুলো কি, অম্লাম বাবু, আপনারা করলেন না আর কেউ? প্রায়ই শুনি এঁদের মুখে যে নেতাজী সারা ভারতবাসীকেই নিজের পরিবারভুক্ত মনে করতেন অথচ কার্যতঃ তার কোনো পরিচয় পাই না এঁদের ব্যবহারে অপর ভারতীয়ের প্রতি, বিশেষতঃ আপনাদের ন্যায় যথার্থ নেতাজীপ্রেমীদের প্রতি | নেতাজীর নামে এ বৈষম্য কেন?


আপনি চালিয়ে যান, অম্লান বাবু, আপনার সাধনার কাজ | অম্লান, অক্ষয় হবে তা | ভুলে যাবেন না, অগণিত ভারতবাসী আপনার সাথে | স্বয়ং মহাকাল আপনার সহায় | কে কি করে আপনার এই সৎকর্মে বাধা দিতে সক্ষম হবেন? তীরটি যে ঠিক জায়গায় লেগেছে, নিশানা যে নির্ভুল, এ তো দিবালোকের ন্যায় সুস্পষ্ট | আপনার সাধনলব্ধ এ ধন মাঠে মারা যাবে না | মহাকালের ইচ্ছায় সংঘটিত হয়েছে, তাঁরই ইচ্ছায় জয়যুক্ত হবে | তিনি আপনাকে নিমিত্তমাত্র যন্ত্রস্বরূপ ব্যবহার করছেন আপনাকে মানুষের স্মৃতিতে অমরত্ব দান করবেন বলে | বাকি আপনি তো আত্মতত্ত্ব জানেনই যুবা বয়স হতেই ঠাকুর-মা-স্বামীজীর কৃপায় |


জয় হ'ক 'সন্ন্যাসী দেশনায়ক'এর! জয়যুক্ত হ'ক Amlan Kusum Ghosh মহাশয়ের শুভ প্রচেষ্টা!


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment