Sunday 13 November 2022

দর্শনান্তে


দর্শনান্তে

---------


'সন্ন্যাসী দেশনায়ক' দেখে ফিরলাম | বেশ ছবি | ভগবনজীর ভূমিকায় ভিক্টর ব্যানার্জীর অনবদ্য অভিনয় | আসল নকল এক লাগছিল |


শ্রদ্ধেয় বিজয় নাগ মহাশয়ের সাক্ষাৎকার ঐতিহাসিক তথ্য হয়ে সেলুলয়েডে ধরা রইল -- এজন্য Amlan Kusum Ghosh মহাশয়ের কাছে নেতাজী অনুরাগীরা চিরকৃতজ্ঞ রইলেন | এছাড়া অধ্যাপক নন্দলাল চক্রবর্তী, ডঃ মধুসূদন পাল, অশোক ট্যান্ডন, রাজমাতা অসীমা সিং, শক্তি সিং ও তাঁর পিতৃদেবের সাক্ষাৎকার দেখানো হয়েছে |


অনেক নতুন তথ্য পরিবেশিত হল যা 'গুমনামী' ছবিতে পরিবেশিত হয়নি | সরস্বতী মাইয়াকে দীর্ঘক্ষণব্যাপী দেখানোয় ভগবনজীর দৈনন্দিন দেখাশোনার নেপথ্যের কাহিনী সামনে এসেছে | এতে কাহিনীর ভার সমভাবে রক্ষিত হয়েছে কারণ সচরাচর নেপথ্যের কাহিনী লোকচক্ষুর অন্তরালেই থেকে যায় ও ঐ সব অনলস সেবিকাদের, মা বোনেদের কথা কেউ জানতে পারে না |


ছবিটির সবচেয়ে বড় গুণ এই যে এতে ভগবনজীর ১৯৮৫ সালের ভিত্তিহীন মৃত্যু ও সৎকার দেখানো হয়নি, বরং তা ডঃ রঘুনাথপ্রসাদ মিশ্রর জবানবন্দিতে খণ্ডিত করা হয়েছে | আলো নিভিয়ে দেওয়া হল কক্ষে ও ভগবনজী নিরুদ্দেশের পথে আবার পাড়ি দিলেন ১৬ই সেপ্টেম্বর, ১৯৮৫ |


ক্যামেরার কাজ বেশ ভাল | মাঞ্চুরিয়া-তিব্বৎ অঞ্চলের যেসব নৈসর্গিক দৃশ্য, তা মন ভরিয়ে দেয় |


ছবির পুরুষকন্ঠের গানটি একেবারে শেষে দেওয়া ঠিক হয়নি কারণ দর্শকবৃন্দ এমন বলিষ্ঠ অথচ শ্রতিমধুর সংগীত শোনার প্রয়োজন বোধ করলেন না, সবাই প্রায় হুড়মুড়িয়ে প্রেক্ষাগৃহ হতে যেন বেড়োতে পারলে বাঁচেন | এটি দুঃখজনক ও অসংস্কৃত মানসিকতার পরিচয় বহন করে |


ভিক্টর ব্যানার্জীর অভিনয় এতই উচ্চমানের যে তিনি একাই ছবিটিকে ঊর্দ্ধে তুলে রেখেছেন | তাঁর চরিত্রাঙ্কনে নেতাজী-ভগবনজীর বিরাট ব্যক্তিত্বের চিত্র সুস্পষ্টরূপে পরিস্ফুট | তাঁর সাবলীল ই়ংরেজী উচ্চারণ, কন্ঠের কোমল গাম্ভীর্য নেতাজীর চারিত্রমাহাত্ম্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে | His has been a rounded, well-moulded, harmonic performance that has highlighted the character of Netaji-Bhagavanji in melodic terms which indeed ought to be, considering the fact that Bhagavanji was an advanced spiritual soul of high attainment. Victor Banerjee has presented us a Netaji in advanced age as perhaps he was. His portrayal seemed so real, so authentic, so natural and so ennobling that it seems he had become one with the character that he was playing. Netaji's spirit as if was infused in him.


আমি সকলকে অনুরোধ করব ছবিটি দেখার জন্য যাতে নেতাজী রহস্য সন্ধানের ও সমাধানের কাজ আরো বলিষ্ঠভাবে এগিয়ে যেতে পারে, যে কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন অম্লান বাবু তাঁর নিরলস প্রচেষ্টা দ্বারা যা আজ প্রায় সাধনায় পরিণত হয়েছে | দেখে আসুন ছবিটা | তারপর মতামত জানান |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment