Tuesday 7 June 2022

নাস্তিকতার বিড়ম্বনা


নাস্তিকতার বিড়ম্বনা

---------------------


জড়বুদ্ধি নাস্তিকতা বিবর্তনের এক মধ্যবর্তি অবস্থা | অহংকারে স্ফীত এই ভাবের স্তর হতে উন্নিত হন মানুষ পবিত্রতাসহায়ে, ব্রহ্মচর্যপালনের দ্বারা যোগমার্গে |


শ্রদ্ধাবিবর্জিত শিক্ষিতজন ইন্দ্রিয়ের তাড়নায় এ রহস্যের সমাধান খুঁজে পান না | নাস্তিকতা তাই বাসা বাঁধে এই বাসনাক্লিষ্ট অপশিক্ষিতজনের মস্তিষ্কে | এঁরা আক্ষরিক শিক্ষায় শিক্ষিত হলেও অগভীর মানসিকতাসম্পন্ন | এঁদের মধ্যবর্তী ধারণাকেই এঁরা বিচারকের সর্বোচ্চ আসনে বসিয়ে রায় দেন যে ভগবান মানুষের সৃষ্টি, এক প্রকার উন্নাসিক ঔধ্যত্যে | অধ্যাত্মবিদ্যা যে গভীর তপস্যাপূত অনুভূতির দ্বারা প্রাপ্ত হয়, তা এঁরা বোঝেন না, তাই মানেনও না | জড়বাদের বই পড়ে সিদ্ধান্তে পৌঁছে যান যে ভগবান মানুষের মনঃকল্পনামাত্র | এঁরা ইন্দ্রিয়ের দাস | কামনাবাসনায় লিপ্ত থেকে, মাত্র অসংস্কৃত বুদ্ধিসহায়ে এঁরা বিরাট ব্রহ্মাণ্ডরহস্যের বিষয়ে বৈষয়িক রায় দেন ও সেই ভ্রমেই জীবন অতিবাহিত করেন | প্রাচীন ভারতের ঋষিদের আত্মচিন্তনপদ্ধতি হতে এঁদের এই বিষয়াসক্ত বুদ্ধিবিলাস কত ভিন্ন | অথচ, সবজান্তার ভানটি আছে খাসা | এই বর্তমান বঙ্গসমাজ -- অপশিক্ষিত, অসংস্কৃত, অশুদ্ধ, বিষয়াসক্ত, কামনাক্লিষ্ট, বাগাড়ম্বরপ্রিয় কাপুরুষের সমষ্টি | 


ভগবানকে জানতে হলে বিশুদ্ধ প্রেম প্রয়োজন, দৈহিক ক্ষুধা নয় | তাঁকে পেতে হলে শ্রদ্ধাপূর্ণ তপস্বী হতে হয় | আস্তিক্যবুদ্ধিতে উপনীত হতে হলে লঘুচিত্ততা দূর করে গভীর মণীষাসম্পন্ন হতে হয় | আধ্যাত্মিকতা বালকের বাচালতার বস্তু নয়, ব্রহ্মবিজ্ঞান, গভীর অনুধ্যানের বিষয় | অন্তর্দৃষ্টি না খুললে এর হদিস পাওয়া যায় না | ভগবানকে পেতে হলে পুরুষকারসহায়ে সাধনা সম্পন্ন করার পশ্চাৎ তাঁর কৃপার অভিলাষি হওয়া ছাড়া গত্যন্তর নাই | তিনি যাঁকে কৃপা করেন, সেই তাঁকে পায় | এ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট হওয়া নয় | এ হলে সৃষ্টির কেন্দ্রস্থলে গমন, কৃপা ভিন্ন অসম্ভব | শেষ সোপানটি দুরতিক্রম্য | তিনি নিজেই কাছে টেনে নেন | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment