Tuesday, 7 June 2022

চাই গুণগত উৎকর্ষ চাতুর্বর্ণ্যের মহাভারতের মহাসংরক্ষণকল্পে


চাই গুণগত উৎকর্ষ চাতুর্বর্ণ্যের মহাভারতের মহাসংরক্ষণকল্পে

---------------------------------------------


চাই ব্রহ্মতেজ, ক্ষাত্রবীর্য, বৈশ্যবৃত্তি ও শুদ্রশ্রম সমপরিমাণে | শুদ্ধ, সংস্কৃত, গুণগত চাতুর্বর্ণ্য সমাজব্যবস্থায় জেগে উঠুক নূতন ভারতবর্ষ সনাতন ভারতের আদলে | ক্ষুদ্র বিভাজন বন্ধ হ'ক | বিশিষ্টতা রক্ষা পাক বিবিধ বর্ণে, সংহত, সুসংযত স্বাদেশিকতায় |


বৈচিত্রই প্রাকৃতিক পরিধান | সেই বৈচিত্র সংরক্ষিত হ'ক বিশুদ্ধ বর্ণসম্মেলনে যা গীতার অভিপ্রেত | 


বর্ণের ধ্বংসে জাতির ধ্বংস প্রায় সংঘটিত হয়েছে | গুণের অবনমন এর অনিবার্য ফল | তাই ব্রাহ্মনত্বের ধ্বংসে নয়, ব্রাহ্মনত্বের সংরক্ষণ ও স্ফূরণেই নিহিত হিন্দুর হিত |


বৈদিক চেতনার ধারক ও বাহক যে সদব্রাহ্মণ, তারই ওপর ন্যস্ত ধর্মরক্ষার গুরুভার | সমস্ত জাতির আদর্শ এই ব্রহ্মবিদ ব্রাহ্মণ | সেই উচ্চ যোগভূমিতে উত্থিত হওয়াই সমস্ত জাতির অন্তিম লক্ষ্য |


এই স্বাভাবিক বর্ণবিভাজনেই জাতিয় সংহতি, শক্তির প্রকাশ ও অধ্যাত্মবিদ্যার সম্প্রসারণের পূর্ণ অবকাশ | এর অবলুপ্তিতেই জাতির নাশ যা শুরু হয়ে গেছে বিগত সহস্রাধিক বর্ষ ধরে |


কালের এই চক্র ঘোরাতেই শ্রীভগবানের আবির্ভাব এ যুগে রামকৃষ্ণ অবতারে | বিবেকানন্দপ্রদর্শিত পথ তাঁরই | শিষ্য শ্রীগুরুর নির্দেশেই সনাতন আদর্শ নবকলেবরে উপস্থাপন করে গেলেন এই তো সেদিন যার রূপায়ণ করতে হবে আমাদের |


কিন্তু রামকৃষ্ণ-বিবেকানন্দ বড়ই অবহেলিত আজ | তাঁদের সুগভীর চিন্তারাশি সঠিক বোঝা চাই | তারপর কর্মে রূপায়ণ | এযাবৎ বিবেকানন্দ ব্রাত্য বঙ্গসমাজে, স্বল্পোপুযুক্ত বৃহৎবিশ্বে, বিস্মৃত স্বদেশে | তাই মাতৃভূমির এই হাল !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment