2. প্রতিদিন কথামৃত না পড়লে চেতনা হওয়ার যো নেই |
3. বড় কঠিন জীবন | ঠাকুর-মা-স্বামীজি-গুরুদেবই একমাত্র আশ্রয় |
4. যাঁরা আছেন তাঁদের আনন্দে রাখুন | চিরকাল তো এঁরা থাকবেন না | যেন চোখের জলে না যান |
5. দেহ ? এ কার দেহ ? মন ? কার মন ? কোথায় আমি ? কে আমি ? 'আমি' কি ? কে ডাকে ? কে শোনে ?
6. কত যুগ ধরে মানুষ, মানুষ হওয়ার চেষ্টা করছে কিন্তু আজও বিফল | ঠাকুরের চরণ স্পর্শ করে, আসুন, মানুষ হই |
7. ওরা বাটি হাতে বাতি জ্বালে
পাতিহাঁসের চেলা,
ওরা কি ভাই বুঝবে
এসব পরমহংসের খেলা?
8. এ জগতে হায়,
হাসা ভারী দায়,
ভারী ভারী মুখ দাগে |
ওহ, কি যে বিশ্রী লাগে!
9. ওনার দাড়ির ফাঁকে ফাঁকে
কোয়েল কুহু ডাকে,
ওনার ঘন কেশে দোয়েল পাখী
বসে ঝাঁকে ঝাঁকে |
10. কামধেনু ধেনু ভালো যদি দেয় দুধ |
হাসা ভারী দায়,
ভারী ভারী মুখ দাগে |
ওহ, কি যে বিশ্রী লাগে!
9. ওনার দাড়ির ফাঁকে ফাঁকে
কোয়েল কুহু ডাকে,
ওনার ঘন কেশে দোয়েল পাখী
বসে ঝাঁকে ঝাঁকে |
10. কামধেনু ধেনু ভালো যদি দেয় দুধ |
No comments:
Post a Comment