Wednesday, 11 July 2018

হিন্দুর বিগ্রহপূজা, পৌত্তলিকতা ? ... ২

স্বামীজি তখন পরিব্রাজনরত | রাজপুতানার আলওয়ার প্রদেশে এসে পড়েছেন | ঘটনাক্রমে আলওয়ার রাজ মঙ্গলসিংজীর সাক্ষাতে আজ রাজপ্রাসাদে | মহারাজ পাশ্চাত্যপ্রভাবে হিন্দুর মূর্তিপূজায় সন্দিহান | জিজ্ঞাসা করে বসলেন স্বামীজিকে যে তিনি এত বড় পন্ডিত ব্যক্তি হওয়া সত্ত্বও কি প্রকারে এই প্রথায় বিশ্বাসবান | রাজবাচনভঙ্গিতে আত্মশ্লাভার বালক্ষণ আভাস ছিল, তাই স্বামীজিও প্রতিপক্ষের ভূমিকায় নেমে পড়লেন | দেওয়ালে টাঙানো একটি তৈলচিত্রের দিকে নির্দেশ করে বলে বসলেন, " দেওয়ানজী, ঐ ছবিটি কার ? "
" মহারাজের, স্বামীজি | "
" আচ্ছা, ঐ ছবিটি একবার নামান তো | "
মহারাজের আদেশ ইঙ্গিতে ছবিটি মাটিতে নামানো হলো | এরপর স্বামীজি উপস্থিত বক্তিদের চমকে দিয়ে সহসা বলে বসলেন, " দেওয়ানজী, এই ছবিটির ওপর থুথু ফেলুন | শুধু আপনি কেন, উপস্থিত ভদ্রমহোদয়গণ, আপনারা যে কেউ এর ওপর থুথু ফেলতে পারেন | "
সভাসদগণ স্তম্ভিত, ত্রস্ত এই সম্ভাষণে |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment