কুলকুন্ডলীনিশক্তি ঊর্দ্ধগামী হলে চোখের ওপর থেকে একে একে সাতটি পর্দা সরে যায় ও জীব চৈতন্যের ঊর্দ্ধলোকে অবস্হান করে যুগপৎ জ্ঞান ও প্রেমের অনুভূতিলাভে ধন্য হন | প্রতিটি রোমকূপে আনন্দলহরী সাধককে আপ্লুত করে | জড়বুদ্ধির বিনাশ ঘটে ও অধ্যাত্মবুদ্ধির উদয় হয় | প্রকৃত ধার্মিকতার সূচনা এই অভিজ্ঞতা থেকেই |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment