Wednesday 11 July 2018

যুগসন্ধিক্ষণে ... ১

যুগসন্ধিক্ষণে ... ১
আমরা সভ্যতার এক মহাযুগসন্ধিক্ষণে অবস্থান করছি | দেশের গণ্ডি অতিক্রম করে আন্তর্যাতিক চেতনা ও বোধে ক্রমশঃ উপনীত হচ্ছি | সঙ্কীর্ণচেতনাসম্পন্ন অগণিত মানুষ যেমন এই উত্তরণের পথে বাধাস্বরূপ হয়ে দাঁড়চ্ছেন একদিকে, তেমনই অপরদিকে অসংখ্য যুবক যুবতী এক বিশ্বমানবতাবোধে প্রবুদ্ধ হয়ে এই নবযুগের সূচনা করছেন |বিজ্ঞানমনস্ক এই নবপ্রজন্মই আগামী যুগের আশা | ধর্ম (পন্থ) তথা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার সঙ্কীর্ণ বেড়াজাল পেড়িয়ে এক সার্বিক মনুষ্যত্বের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এরা এগিয়ে আসছেন আগামীযুগের অগ্রদূতস্বরূপ | এদের পিছে টানছেন ধর্মান্ধ কুসংস্কারাচ্ছন্ন পুরোহিতকুল, উলেমা-মৌলবীদের দল, পাদ্রীকুল ও রাজনৈতিক-ব্যবসায়িক স্বার্থান্বেষীর দল | কিন্তু বিবর্তনের অমোঘ নিয়মে এই অগ্রগতি সহস্র বাধা সত্ত্বেও অপ্রতিরোধ্য কারণ এ যে দার্শণিক সত্যের ওপর ভিত্তিশীল |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment