স্বরসাধনা ... ১
সুরসাধনা পরে হবে, আগে স্বরসাধনা | স্বরই নাদ, নাদব্রহ্ম | স্বরের মর্মশ্রুতির কেন্দ্রবিন্দুর মধ্যভাগ ভেদ করাই লক্ষ্য, অর্জুনের লক্ষ্যভেদ | তখনই স্বরে সিদ্ধি, সরস্বতিদর্শন | স্বামীজি যখন ঠাকুরকে গান শোনাতেন ধ্রুপদ অঙ্গে, তখন তিনি নিজে স্বরের আরাধনায় নিমজ্জিত থাকলেও স্বর ভেদ করতেন না, কিন্তু ঠাকুর ঐ সারস্বত পথ পরিক্রমণ করে স্বরভেদ করে অবলীলায় দেবীর সাথে মিলিত হতেন সমাধিভূমিতে | এইটি শ্রীরামকৃষ্ণের সাংগীতিক অবদান |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment