Sunday 18 March 2018

আজ ধর্মঘট


আজ ধর্মঘট
কাজ করব না, আজ ধর্মঘট | বলি, ধর্মটা কোথায় নিষ্কর্মা হওয়ার মধ্যে ? ও তো তমগুণের সাধনা | কাজ না করে থাকা কি অতই সোজা ? নিষ্কর্মার আলস্যও কাজ, তবে তা মানবধর্মবিরোধী, সভ্যতার পরিপন্থী অবিদ্যা আশ্রিত কাজ |
এখন কথা হল যে কাজ করবই বা কেন আর করব নাই বা কেন ? করব জীবিকানির্বাহের জন্য ও চিত্তশুদ্ধির জন্য | আর, করব না পুঁজিপতির শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, নতুন সাম্যবাদী সমাজব্যবস্হা আনার জন্য |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment