নবধর্মসংস্হাপনের সময় সমাগত | পুরাতন ধর্মের নবকলেবর আবশ্যক | তাই শ্রীভগবান নবরূপে আবির্ভূত হয়ে এই যুগস্হাপনার কার্য সম্পাদন করবেন | আজ সমাজ মহা অবক্ষয়ের মুখে নিপতিত | সাধুসমাজ ধর্মাধর্মের সূক্ষ্ম ভেদ বিবেকবুদ্ধির দ্বারা নিরুপণ করতে পারছেন না | সাধারন গৃহী আদর্শের অভাবে হতবুদ্ধি, বিভ্রান্ত | জীবনযুদ্ধে প্রায়পরাস্ত জীব অধর্মে আজ সহজেই রত | সন্ন্যাসী প্রতিষ্ঠান পর্যন্ত আজ রাজনৈতিক ব্যক্তিবিশেষ ও ধনী বক্তির ওপর নির্ভর করার মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন | এর ফলে সমাজকে সুপথে চালিত করার মত চরিত্র আজ আর তাঁদের নেই | যুবসমাজ তাই আদর্শচ্যুত, ভোগমুখী, ইন্দ্রীয়পরবশ | কে দেখাবেন পথ ? কার আছে সেই অখন্ড অচ্যুত চরিত্র যার সহায়ে তিনি মানুষের মাঝে আত্মার আলোয় উদ্ভাসিত বেদধ্বনি শোনাতে পারেন আজ, যিনি এক ভগবানকে সম্বল করা ছাড়া আর কোন কিছুকে অবলম্বন করাকে ঘৃণিত পাপজ্ঞান করেন ? কার আছে সেই চরিত্র ? তাই বুঝি আজ শ্রীভগবানের পুনরাবির্ভাবলগ্ন সমাগত | গীতার বাণী আবার সত্য হতে চলল | জয় রামকৃষ্ণ |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment