বাংলাদেশ ... ৩
বাংলাদেশ ... ৩
বাংলাদেশকে দেখলে বোঝা যায় কিভাবে দেশের ভেতরেই বসে থাকে দেশদ্রোহীর দল | তা নাহলে কেমন করে মুক্তি যুদ্ধকে অস্বীকার করে রি-সেট বটন টিপে ইয়ুনুস দখলদাররা পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে ? এরা তো দেশেই ছিল এতদিন কিন্তু ঘাপটি মেরে ছিল | আজ সুযোগ বুঝে বেড়িয়ে এসেছে | এরা কস্মিনকালেও বাংলাদেশ চায় নি, আজও চায় না | মুজিব-উর-রহমান প্রথমে কি চেয়েছিলেন? বিভাজিত পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ নাকি অবিভাজিত পাকিস্তানে পূর্ব পাকিস্তানের সমান অধিকার ? যাই হোক, বঙ্গবন্ধু বর্তমানে বিলুপ্তির পথে | ঘরে এত শত্রু ছিল ? এত শত্রু থাকে ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment