Wednesday, 18 December 2024

বাংলাদেশ ... ১


বাংলাদেশ ... ১


বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘন হচ্ছে, তাতে বাংলাদেশের সামগ্রিক পতন অনিবার্য | সপ্তম শতাব্দি চতুর্দশ শতবর্ষ পূর্বে প্রয়াত | তাকে ফিরিয়ে আনলে মধ্যপ্রাচ্যের মরুসংস্কৃতির পুনর্নিমান হবে যা একবিংশ শতাব্দিতে অভিপ্রেত নয় কারণ বালুকাসৌধ বালুকাতেই বিলীন হবে | অবশ্য এই অনভিপ্রেত ঘটনা যদি ঘটে, তো বাংলাদেশ বাংলাদ্বেষেে পরিণত হবে ও অন্তর্বাহিরের সংঘর্ষে ধ্বংস হবে যেমন হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, পাকিস্তান ও আফগানিস্তান | ১৯৭১এর মুক্তিযুদ্ধের এই পরিণতি নিশ্চয় কোনো বোধসংযুক্ত বাংলাদেশী চাইবেন না | তাই তাঁদের সকলের সংঘবদ্ধ হয়ে বাংলাদেশে গণতন্ত্র তথা বিজ্ঞানমনস্কতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা উচিত | এ একক প্রচেষ্টার কর্ম নয়, সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ চাই | যেভাবে বাংলাদেশে নৈরাজ্য ছড়াচ্ছে, তাতে ভবিষ্যৎ অন্ধকার বলেই প্রতীত হচ্ছে | হিন্দুহনন, হিন্দুপীড়ন, হিন্দুধর্মান্তরণ---এ তো এখন নিত্যসংঘটিত |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment