Friday, 6 December 2024

অশ্রদ্ধার প্রাদুর্ভাব ও তার প্রশমণের উপায়



অশ্রদ্ধার প্রাদুর্ভাব ও তার প্রশমণের উপায় 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


দেশের যুবকুল অশ্রদ্ধার বশবর্তী হচ্ছে | এ এক ভয়ানক পরিণতি ! দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে | এখনই শ্রদ্ধা যাতে ফেরে, তার উপযুক্ত ব্যবস্থা করুন | উপায় আছে | নিম্নে প্রদক্ত হল কটি তার মধ্যে | নিজ বুদ্ধিবিবেচনা দ্বারা বুঝে নিন, তৎপশ্চাত জীবনে প্রয়োগ করুন সাধ্যমত |


১) সংস্কৃত শিখুন, শেখান সন্তানসন্ততীকে | 


২) শাস্ত্র পাঠ করুন, করান |


৩) বিবেকানন্দ পড়ুন, পড়ান |


৪) শরীরচর্চা করুন, করান |


৫) ইসলাম আর খ্রীষ্টধর্মের মূল শাস্ত্রগুলো পড়ুন, নির্যাস শুভভাবে বলুন যুবকুলকে |


৬) সাধু, সজ্জন, মহাপুরুষ, অবতারাদিকে পূজা করুন, চৈতন্যের শীর্ষে রাখুন ও তাঁদের পথে গমন করুন | আপনাদের দেখে পরপ্রজন্ম শিখবে |


৭) স্বধর্মাচারীর প্রতি সমব্যথী হোন, সহমর্মী হোন, সহানুভূতিশীল হোন | তাদের সহায় হোন বিপদে, সম্পদে সুখ ভাগ করে নিন | এই পারস্পরিক মৈত্রীভাব সংক্রামকরূপে যুককুলকে প্রভাবিত করবে |


৮) চরিত্রবান হোন | আপনার আদর্শ যুবকুলকে অনুপ্রাণিত করবে, সনাতন আদর্শের প্রতি শ্রদ্ধাশীল করবে |


৯) পবিত্রতা অবলম্বন করুন | শক্তি সংরক্ষণে ওজঃ বাড়বে, উচ্চভাব সংক্রমণের ক্ষমতা বৃদ্ধি পাবে ও আগামী প্রজন্মকে সনাতন সৎপথে আনয়ন করতে সাহায্য করবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment