Saturday, 21 December 2024

যত মত তত পথ ... ৪


যত মত তত পথ ... ৪

☆☆☆☆☆☆☆☆☆☆


ভারতের গুকেশ ডোমারাজু চীনের ডিং লিরেনকে হারিয়ে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বলে কি ভারত-চীন সীমান্ত সমস্যা মিটে গেল ? একই ভাবে শ্রীরামকৃষ্ণ সব ধর্মকে সত্যলাভের পথ বলে ঘোষণা করলেন বলে কি সব ধর্ম সত্য হয়ে গেল, নাকি তাদের কাফির-মুশরিক-হনন প্রকল্প অলীক কল্পনা সাব্যস্ত হ'ল ? আর যদি 'যত মত তত পথ' সত্য বলে স্বীকৃত হয়, তাহলে তো চার্বাকবাদ, নাৎসীবাদ, ফ্যাসিবাদ, মার্ক্সবাদ---এ সবও সত্যলাভের পথ বলে পরিগণিত হওয়া উচিত | যদি বলেন এ সব তো জড়বাদ, তাহলে বলব জন্নতে হুরসমন্বিত অনন্তভোগ কি প্রকারান্তরে জড়বাদ নয় যা ইসলামের শাস্ত্রসম্মত মূল লক্ষ্য ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment