Monday, 9 December 2024

অমৃতস্য পুত্রা ... ১


অমৃতস্য পুত্রা ... ১

♡♡♡♡♡♡♡♡♡♡


ধর্মে হিন্দুর বিজ্ঞাচেতনা | তাই সনাতন ধর্ম এত সাধারণে দুর্বোধ্য | বহু শতাব্দি, কয়েক সহস্র বর্ষের ধ্যানচিন্তাতপস্যায় বিবর্তিত এই অপূর্ব দর্শনসৌধ যার তুল্য চিন্তাভাবনা, চৈতন্যাধার ইতিহাসে আর কখনও কোনোখানে মেলে না | বৈদিক যুগের এই চৈতন্যশিখরারোহণ এক আশ্চর্য ঘটনা, মানবমনের উৎকর্ষের অন্তিম প্রকাশ | ভারতবর্ষ বহু সহস্র বর্ষ ধরে এই বেদজ্ঞানের ওপর স্থিত, স্থিতপ্রজ্ঞ | আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ সম্বলিত এই চতুর্বেদই সনাতন ধর্মের মূল শাস্ত্রগ্রন্থ যার অধিকাংশই কালপ্রভাবে ও বৈদেশিক বিনাশযজ্ঞে ধ্বংস হয়ে মাত্র যা অবশিষ্ট আছে তাই সমস্ত জগতকে আজও ব্রহ্মনির্বাণের পথে, মোক্ষমুক্তির পথে, অধ্যাত্ম আলোকের পথে পরিচালিত করতে পারে, বিশ্বশান্তির মার্গ দর্শন করাতে পারে | এই বেদই, অর্থাৎ, অধ্যাত্ম জ্ঞানরাশিই হিন্দুর প্রাণ | এর বহুল চর্চায় হিন্দু রক্ষা পাবে, বর্ধিত, পরিবর্ধিত হবে | জয় বেদরূপী শ্রীভগবানের জয় ! 🕉 হিন্দু !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment