Friday, 27 December 2024

বেদান্ত ... ১


বেদান্ত ... ১

☆☆☆☆☆


বেদ হল আধ্যাত্মিক জ্ঞানরাশি | এই বেদের অন্তে স্থিত যা, তাই বেদান্ত | প্রতিটি বেদের তিনটি ভাগ : ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ | এই উপনিষদই বেদান্ত | বেদজ্ঞানের অন্তিম পরিণতি বলে একে বেদান্ত বলা হয়েছে | বেদান্তই বেদের শেষ কথা, জ্ঞানের চরমতম উৎকর্ষ যা সারা পৃথিবীতে আজও কোথাও কোনো গ্রন্থ স্পর্শ করতে পারেনি, তার থেকে এগিয়ে যাওয়া তো দূরের কথা | এর কারণ বেদান্তের অদ্বৈতবাদ দর্শনের শেষ কথা, অতীন্দ্রিয় একত্বের কথা | তাকে ছাড়িয়ে যাবে কে ? কোন ধর্ম ? কিভাবে ? 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment