Sunday, 1 December 2024

শান্তির ধর্ম কয় হিন্দুরে সাম্প্রদায়িক---অরে, অরে, মইরাও বাসি না


শান্তির ধর্ম কয় হিন্দুরে সাম্প্রদায়িক---অরে, অরে, মইরাও বাসি না

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


পাকিস্তান তো তৈরিই হয়েছিল ইসলামীয় সাম্প্রদায়ীকতার দ্বারা যার পূর্বভাগে পূর্বপাকিস্তানের গঠন হয় যার পরবর্তিকালে বাংলাদেশরূপে অভ্যূত্থান হয় | শেখ মুজিব-উর-রহমান তো হুসেন শহীদ সুর্হাওয়র্দির সহকারী ছিলেন, যে সুর্হাওয়র্দি ১৬ অগস্ট, ১৯৪৬এ হিন্দু গণহত্যার হোতা ছিলেন এবং পরবর্তি কয়েক মাস নোয়াখালি প্রমুখ পূর্ববঙ্গের নানা স্থানে হিন্দুনিধনের জন্য দায়ী ছিলেন বেঙ্গল প্রেসিডেনসির প্রশাসিনক প্রধান হিসেবে | অর্থাৎ, বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের উত্তরসূরীরূপে ঐতিহাসিকভাবে হিন্দুনিধনরূপ অধর্মযজ্ঞের ওপর প্রতিষ্ঠিত | 


বাংলাদেশের জাতীয় ধর্ম সাংবিধানিকভাবে ইসলাম এবং আমরা সকলেই কমবেশি জানি সূচনা হতে তার রুধিররঞ্জিত সাম্প্রদায়িক ইতিহাস | এহেন পূর্ব পাকিস্তানে, অধুনা বাংলাদেশে, যেখানে বিগত আট দশক ধরে হিন্দুদের ওপর ইসলামী মৌলবাদীরা অমানুষিক অত্যাচার চালিয়ে এসেছে, সেখানে ইসকনের ন্যায় নিরীহ ধর্মীয় প্রতিষ্ঠানকে উচ্ছেদ করার অভিপ্রায়ে যদি আজকের ইসলামী মৌলবাদীরা তাকে জঙ্গী সংগঠন আখ্যা দেয়, তো তা হাস্যকর হবে | কিন্তু তাই হচ্ছে আজ বাংলাদেশে | এ সব দেখে কি আপনারা চুপ থাকবেন ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment