Monday, 23 December 2024

বাংলাদেশ ... ২



বাংলাদেশ ... ২


বাংলাদেশের কি বিকার ঘটেছে যে তারা ইতিহাস বদলে দিতে চাইছে ? নাকি সত্য ইতিহাস তুলে ধরছে যা ১৬ই অগস্ট, ১৯৪৬এ সূচিত হয়ে নোয়াখালিতে পূর্ণতাপ্রাপ্ত হয় ? '৭১এর মারাত্মক হিন্দুহনন কি তাহলে আজকের নিপীড়নে পুনর্জাতঃ, পুনর্জাগ্রত ? রাজাকার বাহিনী কি পুনর্জীবিত তাদের পাক ষড়যন্ত্র নিয়ে ? বাংলাদেশে হিন্দুর ভবিষ্যৎ কি ? বাংলাদেশের ভবিষ্যৎ কি ? দেশবিভাগ কি তাহলে ইসলামের অনুশাসন মেনে হওয়া সত্ত্বেও মারাত্মক ভুল হয়েছিল ? দার-উল-হার্বই কি তাহলে ভাল ছিল ? ভবিষ্যৎ বলবে | এখন এই পর্যন্ত |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment