Friday, 13 December 2024

শ্লেষের শেষ কথা ! দিল্লীশ্বর যে ইতিহাস রচনায় ব্যস্ত, ইতিহাস পঠনে কালাতিপাত করেন নি, মাত্র আত্মমহিমাবর্ধনে অতি তৎপর | তইমুর, জাহাঙ্গির দুই পুত্রের নাম | প্রথম জন নৃমুণ্ডস্তুপ রচনায় ইতিহাসকুখ্যাত, ইসলামের প্রসিদ্ধ গাজী যিনি চীন ছেড়ে মুশরিক হিন্দুদের হত্যা করার অনুপ্রেরণায় সমরাভিযানের দিক ফেরান ও নগরে নগরে কলঙ্কিত কাফিরকে জহন্নুমে প্রেরণ করেন ইবাদতের অঙ্গরূপে | আর দ্বিতীয়জন আব্বুজান আকবরকে জিজ্ঞাসা করেন, "হিন্দুস্তানের এই কাফিরদের আপনি সমূলে বিনাশ করছেন না কেন ?" মনোমত উত্তর না পাওয়ায় পরে সে কাজে স্বল্পাংশ নিজ সম্পন্ন করেন | পিতৃতুল্য নবরত্ন ওয়াজির-এ-আজম আবুল ফজলকে হত্যান করেন, পঞ্চম শিখ গুরু অর্জনদেবজীকে অগ্নিসংযোগে নৃশংসভাবে হত্যা করেন, বিদ্রোহী জ্যেষ্ঠ পুত্র খুসরোকে অন্ধ করে দেন, হিন্দুমন্দির ধ্বংস করেছেন, হিন্দুকে ধর্মান্তরিত করেছেন, এ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন, মদ্যপ, আরামপ্রিয়, 

No comments:

Post a Comment