Tuesday 31 January 2023

যে যুগে যা? না, না, তা কেন?


যে যুগে যা? না, না, তা কেন?

-----------------------------


অর্থকষ্টের মধ্যে যিনি বলতে পারেন, "আমার ঠাকুর আছে, আর কিছু চাই না," তিনিই ভক্ত যদিও তাঁরও অর্থোপার্জনের জন্য সমভাবে প্রচেষ্টা করাই ধর্ম | তবে ভিক্ষাবৃত্তি নয় আত্মসম্মান বিক্রয় করে, নিজ মানবসম্পদ বৃদ্ধি করে মা লক্ষ্মীকে প্রসন্না করা চাই | ব্রাহ্মণ যেন বৈশ্যবৃত্তিতে নিমজ্জিত না হন, ক্ষত্রিয় যেন শূদ্রে রূপান্তরিত না হন | স্বধর্ম পালন করেই প্রয়াস করতে হবে জীবনরক্ষার | জীবিকার তাগিদে যেন আদর্শ হতে চ্যূত না হন | লোভ যেন সেবারূপ মুখোশ পরে আত্মপ্রশ্রয় না দেয় | সে পরিণাম ভয়াবহ | শ্রীভগবান নিষেধ করেছেন তা কুরুক্ষেত্রের রণাঙ্গনে | ধর্মাধর্মের এই তো সূক্ষ্ম প্রভেদ যা বিচার্য | স্বীয় ধর্ম পালন করেই জীবনরক্ষা করতে হবে ও পরিশেষে অধ্যাত্মলক্ষে পৌঁছোতে হবে | আত্মপ্রচার, বিজ্ঞাপনের প্রয়োজন নেই | তাতে আদর্শচ্যূতি, অধ্যাত্মপতন অনিবার্য | মুখে শাস্ত্রবাণী ও কর্মে বৈশ্যবিজ্ঞাপন বিসদৃশ | শেক্সপিয়রের বচন স্মরণে আসে -- 'Note the Devil doth cite the scripture for his purpose.' আর কি? এবার ইতি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment