Wednesday, 1 February 2023

একেই অষ্টপাশে আবদ্ধ, তায় আবার নবম পাশের আয়োজন !


একেই অষ্টপাশে আবদ্ধ, তায় আবার নবম পাশের আয়োজন !

----------------------------------------------------


আঁটঘাট বেঁধে ধর্ম হয় না | ওটা জড়বাদীর লক্ষণ | আধ্যাত্মিকতা মানুষকে ইন্দ্রিয়ের শৃঙ্খল হতে মুক্ত করে | তাই অধ্যাত্মবুদ্ধি পরিকল্পনা করে কার্যসিদ্ধি করে না | উদ্দেশ্য যেখানে মুক্তিলাভ, উপায়ও সেখানে মুক্ত চিন্তা, স্বতঃস্ফূর্ত ভাবালম্বন, কোন সুচিন্তিত কৌশলপ্রয়োগ নয় | স্বামীজী তাই তাঁর পাশ্চাত্যের শ্রোতাদের বলেছিলেন, "You, Westerners, are always upto plans. You can never found a religion. We, Asiatics, do not plan. Hence, we have given the world all its religions. As for me, planlessness is my plan." [Quoted from memory afar. Hence, the words may not be exact but are close to it. However, the spirit is accurate. Would be delighted if someone were to provide the exact text.] একই কারণে স্বামীজী অত্যন্ত চিন্তিত ছিলেন রামকৃষ্ণ সংঘ গড়বেন কি গড়বেন না | কারণ তিনি সংঘগুণ সম্বন্ধে যেমন অবগত ছিলেন, সংঘদোষ সম্বন্ধেও ততটাই শঙ্কিত ছিলেন | কালক্রমণে যে সংঘমাত্রেই নানা বৈষয়িক দূষণ এসে পড়ে, সে বিষয়ে ইতিহাসবেত্তা স্বামীজী ভালই অবগত ছিলেন | তাই তাঁর দুশ্চিন্তা ছিল এ বিষয়ে | যাই হ'ক, মূল বিষয়ে ফেরা যাক | জড়বুদ্ধির জল্পনা দূর না হলে, বিষয়বুদ্ধির লাভক্ষতির হিসেব সমাহিত না হলে আধ্যাত্মিক উন্নতি হয় না | স্বামীজীর বিখ্যাত উক্তি, "চালাকির দ্বারা মহৎ কাজ হয় না", এর এক অর্থ এই দাঁড়ায় যে পাটোয়ারি বুদ্ধির দ্বারা মহৎ কর্ম সম্পাদিত হয় না | আধ্যাত্মিক কর্ম যেহেতু মহত্তম, সেহেতু জল্পনাকল্পনা ও ছলচাতুরী দ্বারা অথবা বৈষয়িক আঁটঘাট বেঁধে তার সম্পাদন অসম্ভব | একেই অষ্টপাশে আবদ্ধ, তায় আবার নবম পাশের আয়োজন !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment