Friday, 10 February 2023

🕉 বাঁকের মুখে

🕉 বাঁকের মুখে

----------------


ভারত সমৃদ্ধিশালী হচ্ছে কিন্তু কোন ভারত? সাধারণ মানুষের তো অর্থকষ্ট বেড়েই চলেছে | ধনতন্ত্রের ধ্বজা উড়িয়ে, শোষণের সার্থক রূপায়ণের দ্বারা কি দেশসেবা হয় না জাতির কল্যাণ হয়?


নিরন্তর জনসংখ্যাবৃদ্ধি দেশের সর্বনাশসাধন করছে | কোথাও কোন আদর্শ মানুষ চোখে পড়ে না আজ যাঁকে শ্রদ্ধা করতে ইচ্ছা জাগে প্রাণে | সাধুসন্ন্যাসীরাও দেখি ঈশ্বরকে ছেড়ে অর্থের অনুসন্ধানে ব্যাপৃত | এমন চূড়ান্ত বিপর্যয়মাঝে নিজেকেই আদর্শরূপ করে গড়ে তুলতে হবে | এই ব্রতই এখন পালনীয় | নিজেই হব নিজের ও দশের আদর্শস্থল | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment