Sunday, 1 January 2023

প্রসাদ, অর্থাৎ, যা চিত্তকে প্রসন্ন করে 


প্রসাদ, অর্থাৎ, যা চিত্তকে প্রসন্ন করে 

--------------------------------------


প্রসাদের জন্য 'অর্থদান' বাধ্যতামূলক করলে অথবা সেইহেতু টিকিট বিক্রয় করলে তা আর প্রসাদ থাকে না, বাণিজ্যিক বস্তুতে পরিণত হয়, দৈবস্পর্শবর্জিত সাধারণ মলিন অন্নে পতিত হয় | ভারতবর্ষের অনুপম আতিথেয়তা আজ বৈশ্যবৃত্তির কবলে লুপ্তপ্রায় |


ভগবান 'টাকা মাটি, মাটি টাকা' -- এই মন্ত্রে মানবকুলকে, বিশেষতঃ সাধুসজ্জনকে, এবার দীক্ষিত করে গেছেন | যুগাবতারের সেই যুগান্তকারি মন্ত্র যার পরিধি পুরো যুগ ধরে, তা আজ তার ব্যাভিচারে বিপন্ন | আজ যথার্থই সাধুকুলও বৈশ্যভাবাপন্ন হয়ে পড়েছেন | বিপুল ঐহিক সম্পদের মাঝেও এমনই অর্থাভাব বোধ যে প্রসাদও বিক্রয়ের বস্তু হয়ে পড়েছে | একদিন নিদারুণ দারিদ্রমাঝে তাঁরা নিজে না খেয়েও সারাধণ ভক্তজনে প্রসাদান্ন বিতরণ করতেন | আজ তার বিপরীত প্রথা প্রচলিত করা হয়েছে |


এই অর্থযুক্ত অন্ন প্রসাদ হতে পারে না কারণ ভগবান বিষয়বিবর্জিত নিবেদিত শুদ্ধান্নই তাঁর জীহ্বার পূতস্পর্শে ততধিক পবিত্র করেন তাঁর ভক্তসন্তানের ভক্ষণের জন্য যার দ্বারা তার অধ্যাত্মকল্যাণ সংসাধিত হয় | অতএব, তার বিপরীত ভাবযুক্ত বিষয়সম্পৃক্ত অন্ন তিনি পরিহার করবেন, এমনই হওয়া শাস্ত্রসম্মত | 


অবতার-অনুসারীর এমন অবক্ষয় কালক্রমণে হয়েই থাকে --- ইতিহাস তার বারংবার সাক্ষ্য প্রদান করেছে | সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি পরিলক্ষিত হচ্ছে আজ বিবেকবানের দৃষ্টিতে | হা বিবেকানন্দ 


অনেক সাধু ও ভক্ত আজ বীতশ্রদ্ধ এই অবক্ষয় অবলোকনে | বুঝি অবতারের পুনরাগমনের মাহেন্দ্রক্ষণ সমুপস্থিত | ভগ্নচিত্তে, তবু অধীর আগ্রহে, সেই অপেক্ষায় রইলাম |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


তৈলচিত্র : ফেসবুক বন্ধুর সৌজন্যে প্রাপ্ত |

No comments:

Post a Comment