Sunday 1 January 2023

'অতিথি দেবো ভব' -- এই মন্ত্র কি শুধু মুখেই কব?


'অতিথি দেবো ভব' -- এই মন্ত্র কি শুধু মুখেই কব?

--------------------------------------------------


অর্থের পেছনে ছুটলে স্বামীজীর প্রদর্শিত 'ত্যাগ ও সেবা' সম্ভব নয় | ঠাকুরের শ্রীমুখোক্ত 'টাকা মাটি, মাটি টাকা' মহান আদর্শ যা দেশগঠনের মূলমন্ত্র | তার পরিবর্তে 'টাকা খাঁটি, খাঁটি টাকা' হয়ে পড়েছে আজ | চরিত্রগঠন, জাতিগঠন, দেশগঠন হবে কেমন করে? বৈশ্যবৃত্তি অবলম্বনে কি ব্রাহ্মনত্ব প্রকাশ পায়?


লোভরূপ তৃতীয় রিপুর কবলে মানুষ আজ | এমনকি সাধু প্রতিষ্ঠানগুলিও আতিথ্য ভুলে বাণিজ্যে রত | অর্থকে কেন্দ্র করে এমন অবক্ষয় কল্পনাতীত | চরিত্র বলে আর কিছু অবশিষ্ট রইল না |


এখন উপায়? নিজ নিজ জীবনে আদর্শস্থাপন, আদর্শপালন, ত্যাগ ও সেবার মূলমন্ত্রে পুনর্দীক্ষা, 'টাকা মাটি, মাটি টাকা' -- এই সমদৃষ্টিতে নিজের জীবনকে গড়ে তোলা ও স্বদেশের, স্বজাতির, স্বধর্মের রক্ষাকল্পে, সার্বিক কল্যাণসাধনে আত্মনিয়োগ করা |


নিজে শ্রদ্ধাশীল হ'ন, মিতব্যয়ী হ'ন, আতিথ্যপরায়ণ হ'ন ও ন্যূনতম মানবতার খাতিরে অতিথি সৎকারের আগে তার থেকে অর্থমূল্য দাবী করবেন না | ওতে না হয় সেবা, না সৎকার, না ধর্মরক্ষা | শুধু মুখে 'অতিথি দেবো ভব' বললে হবে না, কাজে তার প্রয়োগ চাই | আপনার প্রতিটি আচরণ প্রসন্নতা দান করুক সকলের মনে, প্রসাদরূপে প্রকাশিত হ'ক সুন্দরের সাধনে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment