সহিষ্ণুতার আপেক্ষিকতা
সহিষ্ণুতার আপেক্ষিকতা
ইস্কনের প্রদর্শিত পথও একটি পথ | তাই নয় কি ? ওরাও তো ঈশ্বরকেই পূজো করছে | 'যত মত, তত পথ |' তাহলে রামকৃষ্ণ-বিবেকানন্দের তথাকথিত অতিসোচ্চার ভক্তদের ওদের প্রতি এত অসহিষ্ণুতা কেন ? এই ভক্তদলকে তো কখনও অসহিষ্ণু ইসলামের বিরুদ্ধে একটি প্রতিবাদি শব্দও বলতে শুনি না | তখন বুঝি 'সাহসের স্টক ফুরোয়' ? (সৌজন্যে সত্যজিত রায়, 'জয় বাবা ফেলুনাথ') নাকি তখনই বেশী করে 'যত মত, তত পথ' মনে পড়ে যায় ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
তৈলচিত্র : সৌজন্যে ইস্কন
No comments:
Post a Comment