Sunday 16 July 2023

চলুক চর্চা




চলুক চর্চা

----------------


ঠাকুর-স্বামীজীকে নিয়ে যত হইচই হয়, ততই ভাল | লোকে তাঁদের চিন্তা তো করবেন | তার মধ্যে কেউ কেউ আবার তাঁদের বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী হবেন | কেউ বা তাঁদের প্রদর্শিত পথে চলে ভাবভক্তি লাভ করবেন, ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে অধ্যাত্মসম্পদে ভূষিত হবেন |


'যে যার চিন্তা করে, সে তার সত্তা পায় |'---এটি বাক্যমাত্র নয়, এটি বাণী | তাই মিত্ররূপে হোক আর শত্রুরূপে হোক, ঠাকুর-স্বামীজীর চিন্তা সর্বদা কল্যাণকর, পরিশেষে মুক্তিপ্রদায়ী | অতএব, চলুক চর্চা | 🕉


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment