Tuesday 18 July 2023

অমোঘ সত্য ও প্রভুর পাদলীলা


অমোঘ সত্য ও প্রভুর পাদলীলা

--------------------------------


একটি সম্প্রদায় অথবা সংস্থা জনমানসে সর্বোচ্চ স্থান অধিকার করার জন্য অপর সকল সম্প্রদায় ও সংস্থাকে হীন প্রতিপন্ন করতে প্রয়াস পায় | এ তো ব্যবসায়ী বৃত্তি, ধর্মাচরণের নামে অপপ্রচেষ্টা | সকলেরই সহাবস্থানের সুযোগ আছে বর্তমান গণতান্ত্রিক সমাজে | যার চরিত্র নিষ্কলঙ্ক, আদর্শ মহৎ, উদ্দেশ্য জগৎকল্যাণ, তারই পরিশেষে জয় সুনিশ্চিত | এইটি অমোঘ সত্য | বাকি প্রভুর পাদলীলামাত্র রজোস্তমগুণে |


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র: জগদীশ্বরী নন ? মাত্র কৃষ্ণকিঙ্করী ?

No comments:

Post a Comment