Sunday 16 July 2023

MESSAGES GALORE ... 46


MESSAGES GALORE ... 46


1. Prabhupāda knew nothing of science, even basic science which primary school students know. He says, "There are so many stars, rascal stars, but one moon, and that one moon is sufficient.'


2. 

One must be perceptive enough to understand what I write. Nowhere have I compromised the spiritual ideology of Ramakrishna-Vivekananda. If I do, that staff of Swamiji will fall flat on my bald head and drive sense into it. 🕉


3. Sanatan means Hindu, Hindu means Sanatan. Do not create needless confusion over it in the public mind by showcasing your knowledge of the history of the word 'Hindu'.


4. Popularise Sanskrit. Let none say it is a dead language. Contradict the one by taking up the study of the language. Then teach it. 🕉


5. যিনি রাম, তিনিই কৃষ্ণ, তিনিই বুদ্ধ, শঙ্কর, রামানুজ, চৈতন্য, পরিশেষে রামকৃষ্ণ, বিবেকানন্দ । এই বোধটি না থাকলে আচার্য তো নও, বদ্ধজীব । যত মত, তত পথের এও এক অধ্যায় ।


6. Death defeats all but he who has in life defeated death.


7. Since the passage of Ramakrishna and Vivekananda from the world there have arisen many a luminary in the spiritual firmament but none has shone as bright as these two effulgent stars. Their undimmed glow continues to light up our lives even as their message gets muddled with the passage of time and the toll it invariably takes on all things temporal through progressive lapse in conviction and application thereof of their pristine principles. But sages as yet unborn will yet arise to restore to health and wholeness their initial inspiration and quicken on earth a transformation of consciousness which many a lesser soul has unsuccessfully attempted thus far. Unto such a reincarnation of the divine duo or their able apostles we lend our hopes and prayers even as we lend our arms and shoulders to rolling the Dharmachakra (the Wheel of Righteousness) set in motion by them.


8. Atheism is often an intermediary step to spiritual realisation. It is not necessarily a degeneration as some make it out to be.


9. ফলের আকাঙ্ক্ষা ব্যবসায়ী করবেন, ভক্ত করবেন কেন ?


10. Man is slave to circumstance. Human love rides circumstantial crests and troughs to produce temporary joys and permanent disillusionment. Then spirituality sets in in search of a constancy of existence and perennial bliss.


11. Sants in our country say, Bhagavan Ram, Bhagavan Krishna and Shankar Bhagavan. When will they say, Bhagavan Ramakrishna?


12. Why is there such poor participation in posts where photographs are not appended and the posts are not controversial?


13. The spiritual community is more full of frauds than anywhere else.


14. What is bhakti?

Purified love.

What is jnaan?

Abiding as the Self.

What is karm?

Detached work.

What is yog?

Perfected concentration.


15. "কলকাতার লোক হুজুগে |" --- শ্রীরামকৃষ্ণ


হুজুগ লেগেছে বটে | মার ! মার ! কাট ! কাট !


16.

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে |

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে ||


17.

कृष्णस्तु भगवान स्वयम् |

कृष्णावतार रामकृष्ण

पूर्णब्रह्म सनातन ||


18. সমস্যা অভ্যন্তরীণ, বাইরে তার প্রতিচ্ছায়ামাত্র |


19. সংসারে সেবাবুদ্ধি প্রায় উঠেই গেছে | শুধু আত্মম্ভরিতা আর আত্মপ্রতিষ্ঠার ব্যর্থ প্রয়াস |


20. 


Sri Ramakrishna in his earlier incarnation as Sri Chaitanya Mahaprabhu, love incarnate who flooded Bengal and Orissa with the ecstacy of divine love whose rolling current broke all bounds in the universal sweep of the Sage of Dakshineshwar.


21.

The ideal of Bharatvarsha, Maryada Purushottam Raam.


22. Regional identity must not override national identity.


23. দেশের লোক যদি সেবাপরাযণ হয়, তো দেশের সমস্যা নিমেষে সমাধান হয় | তাই ঠাকুর যুগমন্ত্র দিলেন, 'শিবজ্ঞানে জীবসেবা' |


24. 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' পড়ুন | চরিত্র তথা দেশগঠনের এই উপায় |


25. Where all crooks meet. বুদ্ধিমান, বুঝিয়া লও | দেশের স্বার্থ কেউ দেখে না |


26. আধ্যাত্মিক পুরুষ অনপেক্ষ | তিনি সংঘসম্প্রসারণের জন্য অর্থের পেছনে ছোটেন না, রাজনৈতিক নেতানেত্রীদের তোষামোদ করেন না | যদি করেন, তবে তিনি অধ্যাত্মমার্গ হতে ভ্রষ্ট | এই রকম মহাপুরুষের সর্বোৎকৃষ্ট নিদর্শন শ্রীরামকৃষ্ণ |


27. শ্রীশ্রীমাকে কেন্দ্র করে নারীমুক্তি ঘটছে, ঘটবে বিশ্বজুড়ে | এমন কথাই বলেছেন স্বামীজী | তাই মেয়েদের উচিত মায়ের জীবনীপাঠ করা ও তাঁর জীবনকে অনুসরণ করা |


28. Rama = Krishna = Ramakrishna 🕉


29. The human body is the highest temple of God. Then why not serve humanity as such?


30. Love Bhagavan Sri Ramakrishna. Human love binds and causes suffering. Divine love frees and makes life blissful. 🕉


31. The dark night keeps the yogi awake as he communes with his beloved Lord. 🕉


32. How little sympathy there is in this world! All are directed by their immediate self-interest. There is no time for any. I say, "Halt!"


33. Like in a cartwheel we go round and round in this world in a ceaseless current of life and death, desire propelling the rotating wheel. Cut the fuel and be free. Douse the fire of desire. Let the machine stop. Why suffer ceaselessly when there is a way out, when blissful life eternal lies in wait at the door of your closed consciousness?


34. Attributes differ, attitudes differ, aspirations differ and achievements differ. 🕉 


35.


অপমান কর যারে,


সে অভাগাও তুমি |


36.


ধূপ, ধুনো, পূজো, উপবাস---সব ব্রতশেষে,


করিছ মানবলঙ্ঘন হেলায়, নির্নিমেষে ||


37. At last peace reigns, it seems. Human energy is limited, preoccupations multifarious, attention dispersed and vitriol in short supply if doctrine be divine in truest sense. Hence, शान्ति शान्ति शान्ति 🕉 || [With reference to Amogh Lila Prabhu-Ramakrishna-Vivekananda controversy]


38.

প্রত্যহ কর হে পাঠ বিবেকানন্দ,

পাইবে জ্ঞানবল, মিটিবে ধন্দ,

ভরিবে চিত্তে অমৃতস্পন্দ,

বিনষ্ট হইবে সকল দ্বন্দ্ব |


39. আরে মশাই, কবে বুঝবেন যে শ্রীরামকৃষ্ণই শ্রীকৃষ্ণ?


40. রজোগুণে অহংকার ঠেকায় কে?


41. শ্রীরামকৃষ্ণকে যাঁরা ঈশ্বরাবতার মানেন না বলে মন্তব্য করছেন, তাঁরা কি তাঁর জীবনী ('শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ'), তাঁর জীবনের শেষ পাঁচ বছরের কথা ও লীলাকাহিনী ('শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত') ও 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' পড়েছেন ? নাকি তাঁর সম্বন্ধে বিষদভাবে না পড়ে, না জেনেই ধারণা পোষণ করছেন ও বক্তব্য রাখছেন? শ্রীরামকৃষ্ণকে অবতার মানতে মোটেও বলছি না যদি না মানেন, শুধু তাঁর সম্বন্ধে ভাসা ভাসা ধারণা পোষণ না করে, তাঁর সম্বন্ধে গভীর অনুধ্যান করতে আহ্বান করছি |


42. Can you accept the whole world as your own as Holy Mother had asked? If so, you are a Vedantist.


43. ইস্কনের অমোঘ লীলা প্রভু প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তাঁর স্বামীজীর প্রতি কটুক্তির জন্য |


ISKCON'S Amogh Lila Prabhu has openly begged for forgiveness for his rude remarks on Swami Vivekananda.


https://youtu.be/HKbt4Y4f4HE


44. Kindly do not mistake me to be Netaji kin which I am not. It is well evident from the page details cited by me.


45. What is the Vedanta? It is the climactic development of the Vedas, the discovery of the transcendental unitary basis of life.


46. অনুগ্রহ করে আমাকে নেতাজীর পরিবারের সাথে সংযুক্ত করবেন না | আমি নেতাজী পরিবারের কেউ নই | আমি ভিন্ন পরিবারভুক্ত এক ব্যক্তি | আমার পেজের পরিচয়পত্রে তা পরিস্ফুট |


47. Kindly do not mistake me to be Netaji kin which I am not. It is well evident from the page details cited by me. I proudly belong to a different Bose family and feel offended at this undue association with someone else for no fault of mine. 


48. Human love binds; divine love frees.


49. বেদান্ত হল বেদের সর্বোচ্চ শিখর, তাঁর দার্শনিক অন্তিম পরিণতি | সমস্ত স্থাবর, জঙ্গম, বিশ্বচরাচরের অন্তস্থ দেবত্বের ঘোষণা করছেন বেদান্ত, মানুষের স্বরূপতঃ ব্রহ্মসত্তার ও মায়াময় বহুত্বের অভ্যন্তরীণ একত্বতের বাণীরূপ বেদান্ত |


50. From the comment stream of this post one can see the difference in decency between devotees of the Ramakrishna Mission and those of ISKCON. It is a shame that Bengalis in sections have sunk so low! Besides, so many filthy people have infiltrated the debate and are not only destroying discourse but terribly ruining the image of ISKCON. 


https://m.facebook.com/story.php?story_fbid=6018999461540058&id=100002901927700&mibextid=Nif5oz


51. অমোঘ লীলা প্রভু মস্ত বড় কাজ করেছেন---ISKCONএর সঠিক পরিচয়টা জনসমক্ষে তুলে ধরেছেন |


52. রামকৃষ্ণ মিশনের ভক্তরা সভ্য |


53. ভদ্র হও বৎস | রামকৃষ্ণ অনুগামীদের কাছ থেকে বাকসংযম শেখ | বিজ্ঞানমনস্ক হও | শাস্ত্রের অপব্যাখ্যা করে দেশের সাধারণ মানুষগুলোর মাথা খাচ্ছ | কুসংস্কারে দেশ ভরিয়ে তুললে | প্রগতিশীল হও | নইলে শুক্লপক্ষের মুখ আর দেখতে পাবে না, কৃষ্ণপক্ষের অমানিশাতেই তোমাদের ধর্মনাশ হবে | বিবেকানন্দের বিরোধিতা কোরো না, বিলীন হবে | যুগধর্ম সংস্থাপনে যদি সহায়তা করো, তো সংস্থাগতভাবে তোমাদের উত্থান হবে | আর যদি এই মহারথচক্রের গতিপথের বিরুদ্ধে যাও তো বিনষ্ট হবে | এমনই বিধান | রামকৃষ্ণ-বিবেকানন্দরূপ তেজস্ক্রিয়া যে কি শক্তিশালী, তা তো এরই মধ্যে বেশ বুঝেছ, ভদ্রে | তবে আর কেন? ভদ্র হও ভদ্রে, ভদ্র হও |


54. Of all food beef is the biggest pollutant of the environment, beef-eating a major environmental hazard.


55. ISKCONএর ধর্মবিষয়ে বড় ভেদবুদ্ধি | ভাল নয় | শ্রীরামকৃষ্ণ বলতেন, "মতুয়ার বুদ্ধি ভাল নয় |"


56. ISKCONএর ভক্তরা যাঁরা শ্রীরামকৃষ্ণকে ছোট করছেন, তাঁরা ঘোর ভগবদ্বিদ্বেষী বলে নিজেদের প্রমাণিত করছেন | কোন রামকৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণকে খাটো করে দেখান না, সংস্কৃতির এই পার্থক্য |


57. স্বামীজীর জীবন ও বাণীর বিশেষভাবে প্রচার প্রয়োজন | বাংলার যুবসম্প্রদায় একদিন স্বামীজীর ব্যক্তিত্ব, বাণী ও জীবনকে কেন্দ্র করে দেশসেবায় ব্রতী হয়েছিলেন | আজ বাংলার সাংস্কৃতিক ঘোরতর অবক্ষয়ের দিনে আবার স্বামীজীকে কেন্দ্র করেই তাঁরা পুনরোত্থিত হতে পারেন | তাই স্বামীজীর জীবন ও বাণীর বহুল প্রচার প্রয়োজন | 🕉


58. Ramakrishna is great. Krishna is great. Ramakrishna is Krishna. Krishna is Ramakrishna. Stop fighting and unite. 🕉


59. Man is higher than scripture. Scripture merely sings the glory of Man.


60. Man is God. That is why God is anthropomorphic.


61. Unity is always at the centre. He who has reached the centre has arrived at unity. The radial lines are all tending towards or away from it, depending on their direction. All fights are away from the source of life where life is perceived to be but is in essence not. Dive in and reach the core and you will find your Self. Then you will know who you are. You are the very God who you in ignorance worshipped thus far as separate from yourself. You and God are now inseparable, for you are God.


62. We have not yet understood Ramakrishna.


63. Sri Ramakrishna in his life showed the harmony which earlier he as Sri Krishna had preached on the battlefield of Kurukshetra.


64. Chanting without absolute brahmacharya is unproductive.


65. Spiritual concentration cannot come without continence.


66. God cannot be fooled by false piety.


67. The dispersed rays must be brought back to focus and that is yoga.


68. So many monks of the Mission have been martyred to the Mother and one such was Ketaki Maharaj who bled himself to death to raise the Khasis.


69. Ramakrishna Mission through its service activities does the worship of Man.


70. Babies speak sublime truths in inarticulate diction we cannot decipher. The whole of creation is singing the glory of the Lord.


71. 

Mother's tongue juts out and manifestation begins. The tongue is held and universal life flows. The tongue is withdrawn and creation goes back to seed form.


72. Gigantic spiritual personalities are needed today, veritable titans who can turn the tide of the times.


73. Sectarian fights have begun. The world is plunged in darkness. The time is ripe for God to reincarnate. The Avatar is due.


74. Our ideas about God are archaic, superstitious. Man is at base God. So is also sentience, the whole of cosmic manifestation.


75. ঘরে বাইরে কোথাও আর দেখছি কথা বলা যাবে না | সবাই ভুল বোঝেন | যে যাঁর মত বুঝে নেন মনগড়াভাবে | বললাম এক, বুঝলেন আর এক | মৌনাবলম্বনই ভাল | কিন্তু, হে অর্জুন, তোমার সংস্কাররাশিই তোমায় যুদ্ধ করতে প্রবৃত্ত করবে | তাই, ওঠ, জাগো, যুদ্ধ কর | কলম তো চলবেই রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের সেবায়, শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত যুগচক্র ঘূর্ণননিমিত্ত |


76. I cannot submit to any tyranny, not even the tyranny of scripture.


77. ব্রহ্মানুৃভূতির থেকে শাস্ত্র বড় নয় | ব্রহ্মানুভূতিই শাস্ত্রের সার, শাস্ত্রের ভিত্তিভূমি | শাস্ত্র নিত্য রচিত হয়ে চলেছে প্রতিটি ব্রহ্মজ্ঞের আপ্তবাক্যের মাঝে | এ কোন স্থবির বস্তু নয়, এ নিত্যবস্তুর সচল প্রকাশ যুগে যুগে | এই প্রগতি সনাতন ধর্মে ছিল | এই প্রগতি বিজ্ঞানে আছে | এই প্রগতিই নিত্যের নিত্যপ্রকাশ | অতএব, আমার মনে হয় শ্রীশ্রীরামক়ষ্ণ কথামৃত শাস্ত্র, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ শাস্ত্র, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা শাস্ত্র |


78. The more Ramakrishna Math and Ramakrishna Mission spread their centres in India, the better for our motherland. 🕉


79.


যত লোক বিদ্রূপাত্মক দিবে চিহ্ন 'হাসি',


নিমেষে প্রেরিব সবে হইতে কাশীবাসি |


80. Please do give 'laugh' emoji on humorous posts of mine, though.


81. Dùe to demographic downward drift, spread of surface education among the masses and availability of online outlets for self-expression, popular culture is plummeting. Too many voices now creating the ruckus, too few civilised souls who will guard the bastions of culture.


82. We need at least one centre of the Ramakrishna Mission in every city and every town of India. Then alone this nation will rise.


83. Expansion of work for the Ramakrishna Mission is difficult owing to paucity of workforce. Devotees must come forward and help.


84. স্বার্থহীন যিনি, তিনি ভক্ত |


85. Ramakrishna devotees must combine force to give momentum to the movement. In it lies the welfare of the world.


86. Holy Mother is the hope of fractured humanity. In her all will find succour and rest.


87. আমাদের চিন্তা করতে শিখতে হবে | আমরা পারি চিন্তা করতে, স্বকীয় হতে | শুধু আত্মবিশ্বাসের অভাব | তাই গড্ডালিকাস্রোতে গা ভাসাই |


88. শতকোটি প্রণামের প্রয়োজন নেই | শ্রদ্ধাভাজনকে আন্তরিক একটি প্রণামই পর্যাপ্ত |


89. 

এই হল সংঘশক্তি, সত্ত্বগুণের সমাহার, যুগধর্মচক্রঘূর্ণনের পুঞ্জীভূত তপঃতেজ |


90. 

সহজ, সরল বিশ্বাসের দ্বারা তাঁকে পাওয়া যায় কিন্তু বক্রচিন্তা থেকে তিনি অনেক দূর | তাই সাধারণ মানুষ কেউ কেউ তাঁর দেখা পান কিন্তু বড় বড় পণ্ডিত, জ্ঞানীগুণীজন তাঁর হদিস পান না | একটি বস্তুর মাধ্যাকর্ষণের ফলে কেন্দ্রে পতন যেমন মহাকাশের বক্রপথ অনুযায়ী, শুধু অন্তিম চরণেই প্রায় সরল রেখা ধারণ করে, তেমনি বহুজন্মব্যাপী বক্রভাব চিত্তে বহন করে মানুষ শেষ জন্মে সরল হয় ও ঈশ্বরের সাক্ষাৎকারলাভে ধন্য হয়ে ব্রহ্মকেন্দ্রে আকৃষ্ট হয়ে বিদেহমুক্তি লাভ করে |


91. 

যতদিন রামকৃষ্ণ মিশন আছে, ততদিন আমাদের দেশকে কেউ ধ্বংস করতে পারবে না, যদিও দেশবিভাগ হয়েছিল রামকৃষ্ণ মিশনের বর্তমানেই | তবু, আর সে দুর্ভাগ্যের পুনরাগমন হবে না স্বামীজীর অমোঘ আশীর্বাদে |


92. 

তমোগুণ আর সত্ত্বগুণ আপাতদৃষ্টিতে এক দেখতে লাগলেও এক নয়, আকাশপাতাল তফাৎ | তাই ভক্তের পরিচয় তাঁর পরিশীলিত ব্যবহারে, উদ্ধত প্রজ্ঞাবচনে নয় |


আলোকচিত্র: রামকৃষ্ণ পরম্পরার এক অত্যাশ্চর্য প্রতিভাবান ব্রহ্মজ্ঞানী সাধু, শ্রীমা সারদাদেবীর মন্ত্রশিষ্য, স্বামী প্রেমেশানন্দ | সত্ত্বগুণের মূর্ত প্রতীক এই মহামেধাবী সন্ন্যাসীর পত্রাবলী অবশ্য পঠনীয় |


93. 

The man and the force behind.


94. God's tyranny I cannot accept. That goes against democracy of living.


95. I refuse to be the servant of God. I will willingly serve all my human brethren out of love, not as servant.


96. Let the Vedanta restore man's divine dignity from its debased position as servant of the dualistic God.


97. Man invariably outlives God. In nirvikalpa samadhi God vanishes with the universe. What remains is the transcendental Man.


98. Religion should be preached in a rational way free of superstition. If not, it were best rejected.


99. As generations change, rationality will be on the rise globally despite the apparently reverse trend now.


100. Liberalism is in conflict with conservatism globally today. Humanity is in churn, civilisation at its crossroads.

No comments:

Post a Comment