Monday 31 July 2023

যত মত তত পথ ...১


যত মত তত পথ ...১

----------------------------


'যত মত তত পথ'---এটি মহাবাক্য | এর বিশ্বজনীন ব্যাপ্তি ও তাৎপর্য ক্রমশঃ প্রকাশ্য | দেশকালনিমিত্তের বর্তমান অবস্থানে দাঁড়িয়ে কিছু মানুষ এই বাণীটির বিচারে কতক বিভ্রান্ত কিন্তু চলমান ইতিহাসের নিরিখে এর তাৎপর্য অসীম | সর্বকালের মানুষের বিচিত্র প্রবৃত্তি ও জীবনধারাকে একসূত্রে গাঁথার এই বর্ণমালা যা যুগাবতারকন্ঠে উদ্ঘোষিত হল, তার গভীরতা ও বিস্তার সম্যক উপলব্ধি করার প্রজ্ঞা সাধারণের নয় | তাই বিভ্রান্তিসৃষ্টি | ব্রহ্মবোধে উন্নীত হয়েই অবতারের বাণী ধারণা সম্ভব | এর অর্থ এই নয় যে শ্রদ্ধাপূর্ণ বিচার হওয়া কাম্য নয় | এর অর্থ এই যে শ্রদ্ধবিহীন আলোচনা অজ্ঞতার নিদর্শন হয়ে পড়ে যা অভিপ্রেত নয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment