Tuesday 18 July 2023

COMMENTS GALORE ... 30


COMMENTS GALORE ... 30


Sugata Bose @Swati Mukherjee : Kindly read 'The Complete Works of Swami Vivekananda' completely and inspire others to do the same, never compromising on self-study, though, in campaigning for the cause. I have informally initiated the VIVEKANANDA ACADEMY for this purpose.


Sugata Bose @Durgapur Amit : আমি সামান্য মানুষ, বিশিষ্ট ব্যক্তি নই | এ আপনার ভ্রমমাত্র | আমি আপনারই সহোদর, ভারতমাতার অকিঞ্চন সন্তান |


Sugata Bose @Debashish Paul : Indeed. But you need to go through the entire mass pf Prabhupada's informal conversations with his disciples during his morning walks, as recorded in VANIQUOTES. You will be shocked to read some of his observations. They will be a revelation in retrograde remarks for you.


Sugata Bose @Shirshendu Pandit : আমার উদ্দেশ্যে লীলাহেতু নিক্ষেপ করলেন কি প্রভু এই অমোঘ সত্যবানটি ? আপনি পণ্ডিতশীর্ষ | আপনার নির্ভুল নিক্ষেপ, অব্যর্থ লক্ষ্য, মুখনিঃসৃত বাণী ব্রহ্মবাক্যসম, সশ্রদ্ধচিত্তে শিরোধার্য |


Sugata Bose @Shirshendu Pandit :

আহা, কি করুণা তব ?

ব্রহ্মবাক্য নব নব |

এমন প্রভুর তরে

করিব কি স্তুতিস্তব ?


Sugata Bose @Suvadeep Sen : Srila Prabhupada was no gentleman. Gentlemen do not abuse.


Sugata Bose @অরিত্র দাস : জানি | কিন্তু মহাপ্রভুপ্রদত্ত মহামন্ত্র এই ধারায় চলে আসছে তাঁর কাল হতে | তিনি আদি মন্ত্রের ধারা পরিবর্তিত করে এভাবেই জপ করতে শিখিয়েছিলেন | অতএব |


Sugata Bose @Debaroti Ghosh : ঠিক | ধন্যবাদ | Typographical error in a hurry. Thanks a lot. It was a terrible misspelling.


Sugata Bose @Jayanta Bhattacharjee : 'চলছে, চলবে !'---বিভ্রান্ত বাঙালীর বিষাক্ত বাণীমন্ত্র |


Sugata Bose @Subimal Sharma : যশপ্রতিষ্ঠা শূকরীবিষ্ঠা |---শ্রীচৈতন্য মহাপ্রভু |


Sugata Bose @Jayanta Bhattacharjee :

परोपकारो पुण्याय पापाय परपीड़नम ||


Sugata Bose @Jayanta Bhattacharjee : 

पापान्ध अझानी

झानी पुण्यपाप अतिक्रान्त ||


Sugata Bose @Indradeep Bhadra : Ramakrishna = Jeevatma? Ludicrous! Vivekananda must be read well to illuminate one's spiritual perceptions.


Sugata Bose @Paramhansa Shikshangan :  कृतझचित्ते धन्यवाद |


Sugata Bose @Abhisek Metya : श्रीरामकृष्ण मा कालिको सन्तानरूपी भाव से प्रेमपूर्वक भोगार्पण कर रहे है | यह मात्रिभाव साधना कि पराकाष्ठा, इस युग मे अवतारलीला कि आध्यात्मिक एक नयी निदर्षण |


Sugata Bose @Shirshendu Pandit : यथार्थ, परन्तु मिथ्यारोप |


Sugata Bose @Shirshendu Pandit : पण्डित महोदय, आपकि वचनामृत से प्रतीत हो रहा है कि आप परमपूज्य देवादिदेव शंकर भगवान कि अवतार स्वामि विवेकानन्दजी के एकान्त भक्त है | परन्तु आप भ्रमित है टुसरो कि अध्यात्ममार्ग के वारे मे | यह निश्चित जानिये कि स्वल्प विद्या हानिकारक होता है | इसिलिये दुसरो के बारे मे टिप्पनि काटने के पूर्व कियत् आत्मनिरीक्षण करे और हृदय को तनिक व्याप्त करे | पण्डितवर, प्रणाम स्विकार करे |


Sugata Bose @Surajit Ghosh : 

প্রত্যহ কর হে পাঠ বিবেকানন্দ,

পাইবে জ্ঞানবল, মিটিবে ধন্দ,

ভরিবে চিত্তে অমৃতস্পন্দ,

বিনষ্ট হইবে সকল দ্বন্দ্ব |


Sugata Bose @Bhaskar Ganguly : As it suits each one, but without undue bickering.


Sugata Bose @Rajmohan Bairagi : জানলাম শ্রীশ্রীঠাকুরের শ্রীমুখনিঃসৃত বাণী থেকে, স্বামীজীর সেই মর্মে দর্শন থেকে, শ্রীমা সারদা দেবীর ও ঠাকুরের অন্যান্য সাক্ষাৎ পার্ষদদের অধ্যাত্মানুভূতি থেকে ও নিজস্ব ধ্যানচিন্তন থেকে |


Sugata Bose @Kuntal Bhattacharya : কিন্তু শ্রীরামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ জ্ঞান করেন এমন বৈষ্ণব বড়ই বিরল | বৈষ্ণবচরণ মানতেন ঠাকুরকে শ্রীগৌরাঙ্গরূপে | সেযুগে এটি ছিল বিরল দৃষ্টান্ত | ঠাকুরের বৈষ্ণতন্ত্রের গুর্বী যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে প্রকাশ্য সভায় নানা শাস্ত্রবিদগ্ধ সাধকপণ্ডিতদের সমক্ষে বহুল শাস্ত্রনিদর্শন ও প্রমাণ দিয়ে ঠাকুরকে ঘোষণা করেন যুগাবতার বলে | সেই সিদ্ধান্ত মেনে নেন বৈষ্ণবশিরোমণী বৈষ্ণবচরণ প্রমুখ | শাক্তসিদ্ধ গৌরী পণ্ডিতও তা সমর্থন করেন জোর গলায় | এছাড়া নারায়ণ শাস্ত্রী, পণ্ডিত পদ্মলোচন, শশধর পণ্ডিত, ভগবান দাস বাবাজী, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুৃখ বরিষ্ঠ সাধকসিদ্ধজন নানা সময়ে শ্রীরামকৃষ্ণের অবতারত্বকে স্বীকৃতি দিয়েছেন | তথাপি গোঁড়া বৈষ্ণবকুল তাঁকে চিনতে পারেননি | তাই তাঁরা স্বীয় অজ্ঞানতাবশতঃ সংকীর্ণ মনোভাব পোষণ করেই চলেছেন |


Sugata Bose @বোধিসত্ত্ব মৈনাক মজুমদার : অর্থাৎ, আপনার মতে মহাশাস্ত্রজ্ঞানী ও ব্রহ্মজ্ঞ শিবাবতার স্বামী বিবেকানন্দের বক্তব্য এ বিষয়ে ধর্তব্য নয় ?


Sugata Bose @YouTube (ISKCON devotee)---https://youtu.be/X1Sr60exhYA :


Get your facts right first. Read thoroughly Swami Vivekananda's life first-hand instead of relying on stray bits of misinformation gleaned from diverse unreliable sources and plain hearsay. You are a student or an ex-student of the Ramakrishna Mission and as such you ought to know better about the founder of the organisation.


Swami Vivekananda never went to a brothel and drank, as you have claimed in your video presentation. This is patently false. 


Read 'The Life of Swami Vivekananda by His Eastern and Western Disciples' and 'The Complete Works of Swami Vivekananda' (9 volumes) as a starting point.


It is a grievous offence to propagate lies online about Swamiji, one of the most venerable spiritual figures of eternal India. Desist from spreading such misinformation, get your facts right and only speak what is authentic about his life, message and philosophy. Do not be misled by people with malefic intent, neither entertain such intention yourself. May Swamiji bless you! 🕉


Sugata Bose @Supriya Majumdar :  অবতারবাদ কি তাহলে অলীক কল্পনা? জন্মমৃত্যু তো শরীরের | অবতার কি ওই শরীরটাকে বলা হয়?


Sugata Bose @Sukanta Mandal : মহাদেবপ্রসাদ দশরথপ্রসাদ দ্বারকাপ্রসাদ আ্যাণ্ড কোং |


Sugata Bose @Utpal Aich :


ছবিটি খাসা, ব্যাঙের বাসা,


অন্ধকূপে বুদ্ধি ঠাসা |


Sugata Bose @Swati Mukherjee : Join our VIVEKANANDA ACADEMY, an informal study group and think-tank on Swami Vivekananda.


Sugata Bose @Swati Mukherjee : যাঁরা বকধার্মিক, তাঁরা নানা উপচারে ক্রিয়াকর্মরূপ বহিরাঙ্গীন পূজা,আরাধনা করেন বটে কিন্তু বেদান্তোক্ত মানবধর্ম পালন করেন না, মানুষের দেবত্বকে উল্লঙ্ঘন করে তাঁর নিত্য অপমান করেন | বেদের কর্মকাণ্ড আদিকাণ্ড, জ্ঞানকাণ্ডে যার পরিণতি, পরিসমাপ্তি ও আধ্যাত্মিকতার পরিপূর্ণ উন্মেষ | এই জ্ঞানকাণ্ডই ঔপনিষদিক বেদান্তধর্ম যাতে মানুষের তথা সর্বজীবের দেবত্বের পূর্ণ উদ্ঘোষণা করা হয়েছে | কিন্তু যুগ যুগ ধরে এই দেবত্ব উদ্বোধনকারী বেদান্তধর্মের বাস্তব ও বহুলপ্রয়োগ সমাজজীবনে ঘটেনি | ক্রিয়াকর্মের বিবিধ অনুষ্ঠানে ধর্মের মুখ্য উদ্দেশ্য হতে ভ্রষ্ট হয়ে মানুষ ধর্মের গৌণকর্মে কালাতিপাত করেছেন, করছেন | কেউ কাউকে যথাযথ মর্যাদা দেন না, না ঘরে, না বাইরে | যদি মানুষ নিজের মধ্যে ব্রহ্মবোধ করার প্রয়াস পেতেন, তাহলে নিজের সম্বন্ধে শ্রদ্ধাবান হয়ে পড়তেন ও অপরের প্রতিও অনুরূপ ভাব পোষণ করতেন | ক্রিয়াকর্মে নিমজ্জিত মানুষ বহির্মুখীন হয়ে পড়েন ও ধর্মের সার যা, সেই আত্মবোধ হতে বিচ্ছিন্ন থাকেন | ফলে ঘরে বাইরে ধর্মের ধ্বজা মহাসমারোহে উত্তলিত করলেও মানুষ অন্তরে নিষ্প্রেম কঠিনপ্রাণ থাকেন যার প্রতিফলন দেখা যায় দৈনন্দিন সংঘাতে ঘরে বাইরে | ত্রিয়াকর্ম, ব্রত উপবাস, সকাম প্রার্থনা, পূজা পর্ব এইরূপ সর্বপ্রকার গৌণ ধর্মাচরণ তো হল কিন্তু মানুষ মানুষকে সম্মান দিলেন কই, শ্রদ্ধা করলেন, ভালবাসলেন কই ?


Sugata Bose @Utpal Aich on his comment on YouTube (ISKCON devotee)---https://youtu.be/X1Sr60exhYA :


Grand. But the author of this video probably is innocent of Bengali. So, you may make your observation in either English or Hindi for his ease of understanding.


Sugata Bose @YouTube [Paramahamsa Yogananda] : All false narratives. Using Vivekananda to further one's own interest. This is the bane of Hinduism. Too much of fraudulence in the name of this grand religion. Christianity is no less in this regard. But Hindu Gurus should refrain from such devious activities. Unfortunately, they do not. To further their cause and have an easier ride to popularity they resort to all sorts of faking, all manner of mass deception. A host of lies fills up the pages of the book 'Autobiography of a Yogi'. Who is a Yogi? One who lies?


Sugata Bose @Vedic Siksa : How dare you address a respectable lady thus? If this your Vedic Shiksha which is famed for its sublimest statement, 'Tvam Stree Tvam pumaanasi' (Thou art the woman and Thou art the man)? Whither your Vedic Shiksha then?


Sugata Bose @Swati Mukherjee : I must commend you on your extremely restrained reply, a sign of your sophisticated culture, your civilised upbringing and your magnanimity of spirit even when reviled the way you have unduly been.


Sugata Bose @Joy Kumar De : ভিডিওটাতো fake নয় | উদ্দেশ্য বিধাতা জানেন | (Reference: Amogh Lila Prabhu begging forgiveness on Republic Bangla for his rude remarks on Swami Vivekananda)


Sugata Bose @Joy Kumar De : বাঙালীবিরোধি নয় | শ্রীল প্রভুপাদ, শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, সপার্ষদ শ্রীচৈতন্য মহাপ্রভ, সবই তো বাঙালী | এঁরাই তো ইস্কনের আরাধ্য, দিঙ্নির্দেশক |


Sugata Bose @Bishwarup Karunamoy Das : কী আশ্চর্য ভবিষ্যদ্দৃষ্টি আপনার, ঋষিপ্রবর! ধন্য প্রভু!


Sugata Bose @Sharangi Shirsendu : মাত্র শাহরূখ খাঁ? আপনি তো ব্রহ্ম, এ কথা ভুললে চলবে, ভাই?


Sugata Bose @Jeet Chandra : চন্দ্রবাবু, সেটি হবে না | কষ্ট করলে কেষ্ট পাবেন, নচেৎ নয় |


Sugata Bose @Asit Siddhartha Nandi : এই সুগত বসু সুভাষ চন্দ্র বসুর পূত পাদপদ্মে প্রণত রেণুমাত্র |


Sugata Bose @Ayan Chandra : বাংলার দুর্ভাগ্য যে তার সাংস্কৃতিক এই দুর্দশা আজ!


Sugata Bose @Sujoy Roy Bhowmick : আরও উচ্চে আছে আত্মপরিচয় | শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করুন, বোধ হবে |


Sugata Bose @Kishalay Chatterjee : এই কি ভক্তির নিদর্শন?


Sugata Bose @Rajashree Keya Bhowmick : রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য পড়ুন, জানতে পারবেন | কল্যাণ হোক ! 🕉


Sugata Bose @Madhuri Hemangi Devi Dasi : তাঁর থেকেও মহৎ আপনি, সাক্ষাৎ জগদম্বা |


Sugata Bose @Sourav Bose : কোন বসু বংশের কথা বলছেন? আপনিও তো দেখছি সমগোত্রীয় |


Sugata Bose @Anirban Sarkar : আশা আছে বইকি | VIVEKANANDA ACADEMY স্থাপন করেছি স্বামীজীর চর্চার জন্য | যোগদান করুন |


Sugata Bose @Swami Bhavatmananda : Why, Maharaj? What change in language would you object to? This is necessary, a bit of salt sometimes to spice up discourse and make the food palatable.


Sugata Bose @Krishna Priyaa Rai : শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বর, এ তো অবিসংবাদিত সত্য বলে স্বীকৃত বহুলাংশে বিদ্যদ্মহলে, সাধুসমাজে যেখানে যথার্থ অধ্যাত্মবোধের স্ফূরণ ঘটেছে |


Sugata Bose @Bishwarup Karunamoy Das : শ্রীরামকৃষ্ণঅনুগামীরা সকল সম্প্রদায়ের ইষ্টকে শ্রদ্ধার চোখে দেখেন | আপনার ধারণা ভুল যে তাঁরা অন্যান্য সম্প্রদায়ের আরাধ্য দেব, আরাধ্যা দেবীদের মানেন না | তাঁদের মত সর্বমতগ্রহিতা আর এ জগতে কে আছেন?


Sugata Bose @Arkadeep Chakraborty : দীপ তো জ্বলবেই | চক্রে আবর্তিত জীব যেমন জ্বলে ত্রীতাপে---भ्रामयण सर्वभूतानि यन्त्ररूढ़हानि मायया ||


Sugata Bose @Rasikānanda Srīdāma Dāsa :


Rascal---এ শব্দটি না জানি বারে বারে কার কন্ঠে প্রথমবার শুনি ?


আবার ধ্বনিত হল; এ যে প্রতিধ্বনি শুনি |


Sugata Bose @Bishwarup Karunamoy Das : স্বয়ং স্বামী বিবেকানন্দ যাঁকে 'অবতারবরিষ্ঠ' বলে অভিহিত করেছেন, সেখানে সমস্যা তো বহু পূর্বেই সমাধান হয়ে গেছে | সাক্ষাৎ শিবের ব্রহ্মবাক্য | এখন অপেক্ষা শুধু জনবিবর্তনের | সে তো কালসাপেক্ষ |


Sugata Bose @Arkadeep Chakraborty : এঁরা আবার কারা? কোন কারাগারে বাস করেন? কোন কারাগারের কারিগর?


Sugata Bose @Joy Roy : ত্রিসন্ধ্যা গঞ্জিকাসেবন ? তত সামর্থ নেই | সে তো মহাদেবের সামিল হলে সক্ষম হব, যে দেবাদিদেবকে আমরা পূর্ণব্রহ্ম বলে গণ্য করি কিন্তু আপনারা যাঁকে কৃষ্ণকিঙ্কর বলে অপমান করেন, ভুলে যান যে স্বীয় ইষ্টদেব বাসুদেবকেই পক্ষান্তরে অবমাননা করছেন |


Sugata Bose @Sourav Halder : অপূর্ব অনুপ্রাস!


Sugata Bose @Sourav Halder : প্রণাম পিতঃ | 🕉 পিতা নোহসি পিতা নোবোধি |


Sugata Bose @Aradhita Govinda Das Agd : 'হরে কৃষ্ণ' মহামন্ত্রেই বা 'রাম' শব্দটি সংযোজনের কি প্রয়োজন, ওই একই কুযুক্তিতে ?


Sugata Bose @ববি হাসান : আমার আরাধ্য তিনি (শ্রীগৌরাঙ্গদেব) | আপনার ইন্দ্রদেব হবার যোগ্যতা সম্বন্ধে আপনি জানেন |


Sugata Bose @Amit Saha : ভগবান, তাই উপভোগ করেন | তিনিই তো সর্বভোক্তা |


Sugata Bose @Krishnendu Adhikary : আমি ব্হ্ম, আপনিও তাই | দ্বন্দ্বময় রহস্যশেষে বোধে বোধ হবে |


Sugata Bose @Arnab Kumar Das : তাঁর ধ্যানচিন্তনে তন্ময় হয়ে যান, তাই হবেন |


Sugata Bose @Sachinandan Das : ইষ্টের কৃপায় ইষ্টমন্ত্রই বলব |


Sugata Bose @Subhodeep Chatterjee : আপনি মার্ক্স হবেন ? অনেক বিদ্যে চাই হতে গেলে | মস্করায় তো মস্কাধিপতি মার্ক্স হওয়া হবে না |


Sugata Bose @Tirthåpavan Prabhupadâ Das : 'শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ' পড়ুন | 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' পড়ুন |


Sugata Bose @Rohiṇīputra Balarāma Dās : বৈষ্ণববিনয় কই ? মহাপ্রভু তো কাউকে তাচ্ছিল্য করতেন না | শ্রদ্ধাভরে পড়ে দেখুনই না কিছুকাল 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' | সব করামলকবৎ প্রত্যক্ষ হয়ে যাবে |


Sugata Bose @প্রতিবাদী জীবাত্মা : जब ब्रह्म केवलप्रकाश हुये |


Sugata Bose @তিহার থেকে হনুব্রত বলছি : হইল গিয়া আপনের ন্যায় বাঙালির লঘুচিত্ততার জয় |


Sugata Bose @Mridul Sarkar : ঠাকুর বিশ্বচরাচর, স্থাবরজঙ্গম, অনু হতে ক্ষুদ্র, আবার মহৎ হতেও মহান |


Sugata Bose @Kukusa Bru : Your observation bespeaks your innocence in Ramakrishna-Vivekananda literature. Be better versed by self-study instead of indulging in hearsay, and arrive at your inference.


Sugata Bose @Subhajit Das : শ্রবণ, মনন, নিদিধ্যাসন---এই ত্রয়ী অখণ্ড ব্রহ্মচর্যের ভিত্তিতে কিছুকাল সাধন করলে জ্ঞানচক্ষু খোলে | তখন বোঝা যায় সত্যাসত্য, তার আগে নয় যদি না স্বয়ংপ্রকাশ হয়ে পড়ে তত্ত্ব পূর্ব পূর্ব জন্মের শুভ সংস্কারহেতু | শ্রীরামকৃষ্ণকে অথবা ঈশ্বরের যে কোন অবতারকে বুঝতে গেলে এই সাধনের মধ্য দিয়ে যেতে হবে | অধ্যয়ণ ও আধ্যাত্মিকতা, দুইই চাই |


Sugata Bose @Indranil Roy : "যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছে, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় |" এ কথা কাশীপুর উদ্যানবাটিতে মহাসমাধির দুদিন আগে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে, অর্থাৎ, ভাবীকালের যুগাচার্য স্বামী বিবেকানন্দকে বলেছিলেন ও সেই মর্মে দর্শনও দিয়েছিলেন |


Sugata Bose @Devananda Pandit Das : सत्यवचन |


Sugata Bose @Tuhin Naskar : বিবর্তনের অপেক্ষায় থাকব |


Sugata Bose @Aditya Bose : মরণ তো এই নশ্বর দেহের হবেই কিন্তু তার আগে আত্মজ্ঞানলাভটা সেরে নেওয়া যাক | কি বলেন ? দেহী ও দেহের পার্থক্যবোধ, দেহীর স্বাতন্ত্র ?


Sugata Bose @Siddhartha Sid : রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য বিষদভাবে অধ্যয়ণ করুন আগে | তারপর মতামত জানাবেন আবার | দেখবেন কত পরিবর্তিত ধারণা, চেতনা, বোধ ও তৎপরবর্তি অনুভূতিভিত্তিক ভিন্নমানের শ্রদ্ধাবনত বিশ্বাস |


Sugata Bose @তন্ময় দে : তাই যা বলেছি, তা অনুভূত সত্য বলেই বলেছি |


Sugata Bose @Apurba Krsna Das : বটেই তো কিন্তু ভেঙিয়ে কৃষ্ণ অপরাধ করছেন |


Sugata Bose @Apurba Krsna Das : আল্লাহ্ ছিলেন কই তখন পৃথিবীর ইতিহাসে ?


Sugata Bose @Sarkhel Papai : আপনি তার থেকে অনেক বড় | আপনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা |


Sugata Bose @Subhro Jit Christmas : এর পচা কেক খেলেও ওই হয় | কিন্তু টাটকা কেক খেলে?


Sugata Bose @Asit Mondal : বিপদ আছে | এত ছেলেমেয়ে আপনার, মানুষ করতে পারবেন তো?


Sugata Bose @Jayanta Jay : যবে থেকে প্রভুপাদ পাশ্চাত্যে প্রচারের সময় সুবিধা পাওয়ার জন্য খ্রীষ্ট আর কৃষ্ণকে শব্দরূপ একই আসনে বসিয়েছেন |


Sugata Bose @S Sinha : এই ছবিটিতে যা লেখা আছে তার সূত্রের সঠিক সন্ধান দিতে পারেন?


Sugata Bose @Sourav Karmakar : মোঃ বলে কি উহ্য রাখলেন? সাহসে কুলোলো না বুঝি?


রামকৃষ্ণ মিশন তো শতাধিক বছর ধরে দেশগঠনের কাজ করে চলেছে | আর আপনার সে ব্যাপারে অবদান?


Sugata Bose @Suman Sannigrahi : তাহলে তো 'গীতাপাঠ ছাড়িয়া ফুটবল খেলিলে তোমরা স্বর্গের অধিকতর সমীপবর্তি হইবে | তোমাদের মাংসপেশী আরেকটু মজবুত হইলে তোমরা গীতার মর্ম অপেক্ষাকৃত ভাল বুৃঝিবে |'---এই মন্ত্রে আপনাকে দীক্ষিত হতে হবে | স্বামীজীর কৃপায় হয়ত বা তাহলে পদযুগলে কিছু কেরামতি দেখাবার ক্ষমতা এসে যেতে পারে |


Sugata Bose @Subham Ek Villen : তাহলে তো শির্ক হবে | মহা অপরাধ ! শরিয়ত অনুযায়ী মৃত্যুদণ্ড |


Sugata Bose @Rohan Majumdar Jps : যাঃ! মাতাজী চলে গেলেন | আপনার কথা রাখলেন না | তাতে কি? দমবেন না | ভদ্রভাষায় চালিয়ে যান যুক্তিপূর্ণ সহানুভূতিশীল বাদানুবাদ |


Sugata Bose @Bishwarup Karunamoy Das : ভগবদ্বংশ নিয়ে আপনার বেশ অনুধ্যান আছে মনে হচ্ছে? অনাদিপুরুষের পিতা ও পিতামহের হদীস পেয়ে গেছেন দেখছি? তা মন্দ নয়, ঠিক দিশাতেই যাচ্ছেন | স্বামীজী তো বলেইছিলেন, "রামকৃষ্ণ ভগবানের বাবা |"


Sugata Bose @Mainak Mirza : যেদিন বুঝবে যে সকল মেয়ের মধ্যেই মায়ের স্বল্পাধিক আবির্ভাব |


Sugata Bose @Pratap Adak : বোঝার সূত্রটি যতদিন বোঝারূপে বিদ্যমান থাকবে আপনার স্কন্ধে, ততদিন তো তার মস্তিষ্কে উত্তোরণ ঘটবে না, আর তাই তার মর্মার্থটুকু বোঝাও যাবে না | সবই সংস্কারসাপেক্ষ | পবিত্র চিত্তে শ্রীভগবানকে ক্রমান্বয়ে স্মরণ করতে থাকুন, তিনিই কৃপাপরবশ হয়ে বোঝাবেন কালক্রমে | 'কালেনাত্মনি বিন্দতি' |


Sugata Bose @Suvro Deep : ও, বুঝেছি | পসার জমছে না বুঝি? তা আপনার chamberটি কোথায়? সুযোগ হলে দেখিয়ে নেওয়া যাবে এখন | আর কিছু না হোক, দুটি অর্থ দিয়ে আপনাকে একটু সাহায্য তো করা যাবে | জানি, briefless barrister আর patientless, pennyless physicianএর বড় কষ্ট | তা আপনার feeটা কত?


Sugata Bose @মৈনাক পাইন : মহাপ্রভুর দিগ্বিজয়ের কথা আপেক্ষিক শ্রেষ্ঠত্বের নিরিখে এভাবে তুললে তো স্বামীজীর আরও সুবৃহৎ বিশ্ববিজয়ের কথা তুলতে হয় |


Sugata Bose @Tamojit Dev : উনি সনাতনী কিনা এ বিষয়ে যথার্থ সন্দেহই প্রকাশ করেছেন আপনি | সহজ কথা, সনাতনী কি কখনও সংকীর্ণ হন ?

No comments:

Post a Comment