Sunday, 23 July 2023

স্বামীজীকে মিথ্যার দ্বারা কলঙ্কিত করলেও কি মৌন থাকব?


স্বামীজীকে মিথ্যার দ্বারা কলঙ্কিত করলেও কি মৌন থাকব?

------------------------------------------------


স্বামীজীর বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ হোক | ইস্কন-ভক্তের এই ভিডিওতে স্বামীজীর নামে জঘন্য বানানো অভিযোগ আনা হয়েছে | দেখুন ও প্রতিবাদের ঝড় তুলুন |


কেন সরব হচ্ছেন না? ওঁরা চোরাগোপ্তা চালিয়ে যাচ্ছেন বিবেকানন্দবিরোধী কার্যকলাপ | দেখেও দেখবেন না? শুনেও শুনবেন না? তাহলে কোথায় আনুগত্য ওই মহান সন্ন্যাসীর প্রতি যিনি সর্বস্ব দিয়েছেন আমাদের উত্থানের জন্য?


সে যুগে মিথ্যারোপের দ্বারা তাঁকে কলঙ্কিত করেছেন দেশে বিদেশে অনেকে | প্রতিবাদ হয়নি সেদিন | কেউ স্বামীজীর সপক্ষে দুকথা বলেননি | আজও সেই ধারা চলেছে | আর আজও যুক্তিযুক্ত কথা বলে কেউ তার যথাযথ উত্তর দিচ্ছেন না |


ভক্তদের মৌনাবলম্বন এ বিষয়ে পীড়াদায়ক | সবই কি আমাদের মত কয়েক জন করবেন আর বাকিরা নিষ্চেষ্ট হয়ে বসে থাকবেন জীবনে অন্যান্য কাজকর্ম আছে এই অছিলায় ? তাহলে কোথায় স্বামীজীর প্রতি ভালবাসা? কোথায় সত্যের প্রতি নিষ্ঠা?


এমন তুফান তুলুন যে ভবিষ্যতে এরূপ অসত্যবচনের দ্বারা স্বামীজীর ন্যায় মহাপুরুষকে কারো স্পর্ধা না হয় কলঙ্কিত করার প্রয়াস পেতে | স্বামীজীর বাণী ও রচনার, এমনকি জীবনের ঘটনাবলীর, শিষ্টাচার রক্ষা করে বৌদ্ধিক সমালোচনা হতেই পারে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে তাঁকে কলঙ্কিত করার অধিকার কি কারো আছে?


মুখবন্ধ : সুগত বসু (Sugata Bose)


https://youtu.be/X1Sr60exhYA

No comments:

Post a Comment