Wednesday 30 March 2022

তাঁর ইচ্ছা


তাঁর ইচ্ছা


তাঁর ইচ্ছায় জগৎ চলে, তাঁর ইচ্ছায় বায়ু বহমান | তাঁর ইচ্ছায় জলধি উচ্ছসি উঠে, তাঁর ইচ্ছায় হিমবাহ বিগলিতধারায় হয় লীন সাগরবক্ষে | অগণিত গ্রহ-নক্ষত্র ধাবমান কোন্ অদৃশ্য আকর্ষণে, করুণাক্ষেত্রের কোন্ কেন্দ্রবিন্দুতে ধাবিত ?


নিশ্বাস বহে তাঁর ইচ্ছায় লক্ষকোটি জীবের দেহে, আশা জাগে অমরত্বের নশ্বর প্রাণীর কম্পিতহিয়ায় -- তাঁর ইচ্ছায় | সমস্ত স্থাবরজঙ্গম চলেছে তাঁর ইচ্ছায় প্রবৃত্তির কুহকজালে, আবার দিগভ্রান্ত খুঁজে পায় জীবনের পরম পুরুষার্থ তাঁরই ইচ্ছায় |


সৃষ্টি, স্থিতি, প্রলয় সংঘটিত তাঁর ইচ্ছায়, আবার বীজের পুনঃপ্রকাশ পূর্ণমহিমায় তাঁরই ইচ্ছায় | ঘটন-অঘটন-পটিয়সি মহামায়া সঞ্চালন করে চলেছেন কোন্ অমোঘ নিয়মে এই অনাদি-অনন্ত ত্রিগুণাত্মক ব্রহ্মাণ্ডলীলা -- এই গড়েন, এই রাখেন, আবার এই ভাঙেন |


তাঁর ইচ্ছাকেই আমরা নিয়ম বলি, কড়ায় গণ্ডায় হিসেব মিলিয়ে বুঝতে চাই, নাম দি তার বিজ্ঞান, ধর্ম, দর্শন, আরো কত কি | কিন্তু তিনি যুক্তিগ্রাহ্য নন, তিনি প্রেমপরবশ, অনুভূতিসাপেক্ষ | তাঁর ইচ্ছা বুঝিনা, তাই তো বলি তাঁর ইচ্ছা বোধগ্রাহ্য সকল বিষয়ের সঞ্চালিকা অথচ সকল বোধের অগম্য | তিনি দুর্জ্ঞেয়, তাঁর ইচ্ছাও বোধের অতীত, কর্মশৃঙ্খলমুক্ত | আমরা শুধু শরণ নিতে পারি তাঁর ইচ্ছার অনুগামী হয়ে তাঁর শ্রীপাদপদ্মে | শরণাগত ! শরণাগত ! শরণাগত !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment