Sunday 27 March 2022

রামকৃষ্ণ মঠ, মেখলীগঞ্জ, কোচবিহার (বেলুড় মঠের শাখাকেন্দ্র)




রামকৃষ্ণ মঠ, মেখলীগঞ্জ, কোচবিহার (বেলুড় মঠের শাখাকেন্দ্র)


কে চায় মুক্তি? চারিদিকে মানুষের দুঃখ-দুর্দশা, তা জেনেও স্বার্থপর হব? ঠাকুর নরদেহে, মা নারীদেহে অগণিত শরীরে নিদারুণ নিপীড়নের শিকার | অশিক্ষা, অস্বাস্থ, অনাহার, অবহেলা তাঁদের ছায়াসঙ্গি | যদি ঠাকুর-মায়ের ভক্ত হই, তাহলে এসব জেনে, বুঝে, দেখেও চুপ করে হাত গুটিয়ে বসে থাকব? তাই কি হবে আমাদের ভক্তির নিদর্শন? আচ্ছা, একবার নিজেদের ওই ভয়ঙ্কর পরিবেশে চিন্তা করেই দেখা যাক না | কেমন লাগে? কি হবে ঠাকুরের শ্রীমুখের চিন্তা করে যদি তাঁর অগণিত নরকায়ের প্রতি এহেন উদাসীনতা থাকে আমাদের মনে? তার চেয়ে ঢের ভাল তাঁরই প্রদর্শিত সেবা কর্ম করা, সেই সেবার নানা প্রকল্পে অর্থসাহায্য করা যাতে মঠ-মিশনের কাজ অর্থাভাবে দাঁড়িয়ে না থাকে |


বেলুড় মঠের এমনই একটি শাখাকেন্দ্র কোচবিহারের মেখলীগঞ্জে অবস্থিত | কেন্দ্রটি ২০১৫ সাল হতে স্বাধীন শাখাকেন্দ্ররূপে স্বীকৃতি পেয়েছে কিন্তু ঘোর অর্থাভাবের জন্য পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারছে না | স্বামী ওঁকারাত্মানন্দজীর অক্লান্ত পরিশ্রমের ফলে তবু আশ্রমটি এগিয়ে চলেছে কিন্তু ভয়ানক অর্থাভাব | আসুন, আমরা সকলে মিলে আশ্রমটিকে সর্বাঙ্গসুন্দর করে গড়ে তুলি ও তার নানা লোককল্যাণকর্মে সহায়তার হাত বাড়িয়ে দি |


RAMAKRISHNA MATH, MEKHLIGANJ, COOCH BEHAR (A BRANCH CENTRE OF BELUR MATH)


The due details as mentioned below must be sent through whatsapp/email to Maharaj (Swami Omkaratmananda).


Donor's name : 

Address : 

Adhaar Number/PAN : 

Amount in Rupees : 

Fund : General Fund 

Contact mobile, whatsapp number and email id :

No comments:

Post a Comment