Wednesday, 2 March 2022

আক্রান্ত ইউক্রেন ... ১


আক্রান্ত ইউক্রেন ... ১


যে দেশ অপর দেশের বুকে আনবিক অস্ত্র অবলীলায় নিক্ষেপ করতে পারে, সে দেশ মনুষ্যত্বের প্রতিভূ হতে পারে না | সে দেশের গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ নামমাত্র, শুধু নিজ দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য | তাদের কাছে বাকি সকল দুর্বল দেশ শুধু নিজ নাগরিককুলের অতিমাত্রায় ভোগচরিতার্থের সামগ্রিমাত্র | সেই সব অতিক্রান্ত জাতির রক্ত রক্ত নয়, তাদের কষ্ট কষ্ট নয়, তারা সব প্রভুজাতির দাসত্বের অধিকারিমাত্র | জগতে ঘোর অবিচার, অসুরের রাজত্ব | দেবত্বের বিকাশ কই প্রবলের হৃদয়ে? সেখানে দানবের বাস | শতাব্দির পর শতাব্দি ঔপনিবেশিকতার পরস্বাপহরণ ও অমানুষিক অত্যাচার যারা করেছে, তারাই আজ মানবতার ধ্বজাধারি | এর থেকে বড় ঐতিহাসিক পরিহাস আর কি হতে পারে?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment