Friday 11 March 2022

শিবজ্ঞানে জীবসেবা ... ১


শিবজ্ঞানে জীবসেবা ... ১


এ মায়ার সংসার, ক্ষণভঙ্গুর, অনিত্য, বাসনার প্রতিঘাতে নিত্য রচিত, নিত্য বিনষ্ট | কি হবে এই অস্থির, অস্থায়ী, নশ্বর দেহের পরিচর্যায়, প্রসাধনে? কিছুই তো থাকবে না | যা আছে, যা থাকবে চিরকাল, কাল যাতে পরিশেষে বিলয়প্রাপ্ত হবে, সেই চিরসুন্দরের আরাধনায় কালাতিপাতই কাম্য | বাকি সব আসবে, যাবে, রইবে না | মরীচিকার পিছে ছুটে বৃথা পণ্ডশ্রম, ব্যর্থ জীবনপ্রয়াস! সময় থাকতে চৈতন্যলাভের চেষ্টা | নাই বা হল পূর্ণতাপ্রাপ্তি | তবু পূর্ণপ্রাণে লক্ষ্যের দিকে অগ্রসর তো হওয়া গেল | লক্ষ্য আত্মজ্ঞানলাভ | সেই দিশায় চলা | চরৈবেতি! 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment