Tuesday 22 March 2022

ঠাকুর-স্বামীজীর ঐশসংকল্পের রূপকার





ঠাকুর-স্বামীজীর ঐশসংকল্পের রূপকার


নিজেকে ধ্বংস না করতে পারলে জগৎ জাগবে না | এ আত্মহনন নয়, আত্মাহূতি | এই যজ্ঞপাবক হতেই উদ্ভূত হবে ভাবী ভারতবর্ষ | সমস্ত অহং, অজ্ঞান বিলুপ্ত হলে একটি মানুষ তৈরি হবে | সহস্র আত্মজন তার অনুগামী হবে | নবভারত নির্মাণের কর্ম সূচিত হবে | সেই উদ্দেশ্যেই জাতির সমস্ত সন্তানকে সুৃশিক্ষিত করা চাই | 'বীর্যবান, বলবান, মেধাবান, আত্মবীৎ' হবে তারা ঠিক যেমনটি স্বামীজী চেয়েছিলেন | এরাই হবে নবপ্রজন্ম যারা মাতৃভূমির সংস্কারসাধন করে তাঁকে বিশ্বসভায় জগদ্গুরুরূপে প্রতিষ্ঠা করবে | এরাই ভারতমাতার অগণিত দরিদ্রজনের দুর্দশামোচনে কৃতসংকল্প হবে | এরাই বিরাট সমাজকে নিজসত্তাজ্ঞানে উন্নত করবে | ঠাকুর-স্বামীজীর এরাই হবে ভাবী বার্তাবহ, তাঁদের ঐশসংকল্পের রূপকার |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment