Thursday 17 March 2022

ধর্মপ্রসঙ্গ ... ১


ধর্মপ্রসঙ্গ ... ১


ধর্মপথ পিচ্ছিল | প্রতিনিয়ত সতর্কতার প্রয়োজন | এক ব্রহ্মজ্ঞ মহাপুরুষেরই বেচালে পা পড়ে না | বাকি সব মায়ার আবর্তনে ঘুর্ণায়মান | যে কোন মুহূর্তে বিপদের আশঙ্কা | ঘটন-অঘটন পটিয়সী মহামায়া | 'কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী |' সবই মায়ের ইচ্ছা |


বাসনা থেকেই বিপত্তি | বাসনা সংসারের পুঁটলি | এই রূপ-রস-শব্দ-গন্ধ-স্পর্শ সংযুক্ত জগত এক মস্ত ফাঁদ | মানুষরূপী মাছগুলো সব ধরা পড়েছে জালে | আসন্ন মৃত্যু, ঘোর সংকট | কিন্তু দিব্যসুখে জালে মুখ গুঁজে মৎসকুল মহোৎসবে ব্যস্ত | এর নাম মায়া, হুঁশ কেড়ে নেয়, অচেতন করে রাখে | পালাবার পথ আছে, তবু পালাবার প্রবৃত্তি নেই |এই জাল হল জগত | সদা সন্তর্পণে চলা প্রযোজন | নইলেই বদ্ধতা, অশেষ যন্ত্রণা, শেষে মৃত্যু -- জীবনের অন্তিম পরিহাস |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment