Friday 18 March 2022

রামকৃষ্ণ মঠ, মেখলীগঞ্জ, কোচবিহার ... ১


রামকৃষ্ণ মঠ, মেখলীগঞ্জ, কোচবিহার ... ১


ঠাকুরের ভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে | তাঁর সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা ও তাঁর অগণিত ভক্ত আজ বিবিধ সেবাকর্মে দিকে দিকে ব্যাপৃত | নানা কেন্দ্র স্থাপিত হয়েছে, হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে | এমনই একটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ, মেখলীগঞ্জ, কোচবিহার | উত্তরবঙ্গের এই মঠটি আসেপাসের অতিদরিদ্র উপজাতি ও রাজবংশীদের মাঝে সেবাকর্ম করছেন | মঠাধীশ শ্রীরামকৃষ্ণ | তাঁরই প্রতিনিধিস্বরূপ বেলুরমঠপ্রেরিত স্বামী ওঁকারাত্মানন্দজী (সুধাংশু মহারাজ) সেখানে ২০১৯ সাল থেকে ভারপ্রাপ্ত |


আশেপাশের এলাকা মনোরম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু আশেপাশের মানুষ সভ্যতার নানা বৈজ্ঞানিক সুযোগসুবিধা হতে বঞ্চিত | তাঁরা তাঁদের চিরাচরিত জীবনযাত্রায় আজও রত, আধুনিক শিক্ষা ও প্রযুক্তি হতে বহুদূরে অবস্থিত | 


স্বামী রুদ্রেশ্বরানন্দজী ছিলেন শ্রীশ্রীমা সারদাদেবীর মন্ত্রশিষ্য স্বামী বিরজানন্দজী, তাঁর মন্ত্রশিষ্য | পরিব্রাজনরত তিনি এই অঞ্চলে এসে পড়েন ও দরিদ্র মানুষগুলির আন্তরিকতায় মুগ্ধ হয়ে এখানে রয়ে যান | সাল ১৯৫৭ | একা রিক্ত সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণকে বুকে করে বেড়ান আর দরিদ্রনারায়ণের সেবায় ব্রতী থাকেন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


ক্রমশঃ

No comments:

Post a Comment