বেদান্তবিচার না অবিচার ?
বেদান্তবিচার না অবিচার ?
বেদান্তবুদ্ধি হল জগতের প্রতি প্রেম | শুধু চারিদিকে বেদান্ততত্ত্বের বক্তৃতা দিয়ে ক্ষান্ত হলে চলবে না | জগতের বাস্তবসমস্যা দূর করার চেষ্টা করতে হবে | জগতে যা ভয়াবহ সমস্যা, তার সমাধান তত্ত্বে থাকলেও তা কার্যে রূপায়িত করতে হবে | শুধু শাস্ত্রের কথা বললে হবে না | মানুষের দুঃখদুর্দশার জন্য তার অজ্ঞানতাকে দায়ী করলেও চলবে না | মানুষের সহানুভূতি হারাতে হবে তাহলে |
যখন আশ্রমের সমস্যা আসে, তখন কি বেদান্তী সাধু ঔপনিষদিক আলোচনায় ব্যাপৃত থাকেন নাকি লৌকিকভাবে সমস্যা সমাধানে যত্নবান হন ? আমার বেলায় আমি সর্বশক্তি প্রয়োগ করব আর জগতের বেলায় বেদান্তের বাণী শোনাব -- এমন করলে তো চলে না | চারিদিকে নররূপী ঠাকুর আর নারীরূপী মা কষ্ট পাচ্ছেন আর আমি গুটিকতক ভক্তকে বেদান্তবিচার শোনাচ্ছি -- বৈদিক ঋষি কি এমনটাই করতেন নাকি আধুনিক ঋষি স্বামীজী তাই করতে বলে গেছেন ?
ভাববার বিষয় | ভাবুন | সিদ্ধান্তে আসুন | যদি বেদান্তবুদ্ধি সঠিক জাগ্রত হয় তো জগৎ উদ্ধারকল্পে ঝাঁপিয়ে পড়ুন সর্বশক্তিসহায়ে | এই হল ফলিত বেদান্ত | বাকি অবান্তর প্রসঙ্গ আজকের দুর্দিনে | জয় রামকৃষ্ণ !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment