Saturday 12 March 2022

শিবজ্ঞানে জীবসেবা ... ২



শিবজ্ঞানে জীবসেবা ... ২


দক্ষিণেশ্বরে যেদিন ঠাকুর বললেন, "তুই কীটানুকীট, তুই কি দয়া করবি? না, না, দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা, শিবজ্ঞানে জীবসেবা |" যুবক নরেন্দ্রনাথ সেদিন নিকটেই উপস্থিত ছিলেন | তিনি জনান্তিকে বলে উঠলেন, "আজ ঠাকুরের শ্রীমুখ হতে যা শুনলাম, প্রভু যদি দিন দেন তো তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব |" বীজাকারে অঙ্কুরিত হল ভাবিকালের অনন্তসম্ভাবনাময় সেবারূপ মহীরূহ | আজ তা বিচিত্র বর্ণে ফুলেফলে পল্লবিত |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment