Tuesday 15 March 2022

হা বেদান্ত !


হা বেদান্ত !


দেশে গরিবগুলো না খেতে পেয়ে মরছে আর এঁরা বড়লোকের দেশে বেদান্ত প্রচার করে আত্মতুষ্ট | সকলের সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র দূরীকরণ আশু প্রয়োজন | খালি পেটে ধর্ম হয় না | কি হবে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়ের কথা শুনে যখন পেটে অঙ্গার, অঙ্গ অনাবৃত, শরীর রোগজীর্ণ, স্বাস্থ ভগ্নপ্রায়, আশা নির্বাপিত, জীবন ক্লিষ্ট, জীবিকা গত, বর্তমান অন্ধকার ও ভবিষ্যৎ গর্ভেই বিনষ্ট ? এর বিরুদ্ধে সংগ্রামই ধর্ম, দরিদ্রনারায়ণের দুর্দশাদূরীকরণেই মুক্তি | ইহাই বেদান্ত | তাত্ত্বিক বেদান্তকে রূপায়িত করতে হবে জীবনে | নইলে বৃথা তত্ত্বকথা, বৃথা বাক্যব্যয়, তাও বড়লোকের দেশে যারা বিশ্বজুড়ে পরস্বাপহারী |


রচয়িতা সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment