হা ভারতভাগ্যবিধাতা
হা ভারতভাগ্যবিধাতা !
--------------------------------
আমাদের দেশের লোকেদের একটু সভ্য হতে হবে | প্রতি ওভারের মাঝে বিজ্ঞাপন ও ক্রিকেট ধারাভাষ্যর সময়, আগে ও পরে যে পশুবৎ আচরণ করেন আমাদের প্রতিনিধিরা তা শুধু কর্ণশূল নয়, চক্ষুশূলও বটে | শব্দ mute করে দেখতে হয় | বিশেষত দুঃখজনক এই যে Sony TVর সঞ্চালক সং মহাশয়ের সাথে সমানতালে পাল্লা দিয়ে ফাজলামো করেন বিরেন্দ্র সেহওয়াগ, নেহরা প্রমুখ | এঁরা কখনই দেশের শিশুদের আদর্শ হতে পারেন না যা আমরা প্রায়ই শুনে থাকি যে তাঁরা তাই | ক্রিকেটকে এইভাবে পন্য করতে বাঁধে না ক্রিকেটারদের ? আমার ন্যায় সামান্য মানুষের যা অসহ্য অসভ্যতা বোধ হয় তা বিখ্যাত ক্রীড়াবিদদের সহ্য করতে তো কোন অসুবিধা হয় বলে মনেই হয় না | বরং তাঁরাই তো সাংস্কৃতিক এই অবমাননা করতে উঠে পড়ে লেগেছেন শুধু অর্থ উপার্জনের জন্য | কিন্তু এঁরা তো ক্রিকেটের ইতিহাসও একেবারে জানেন না | আমাদের দেশ কি তাহলে বানিজ্যের দাস হয়ে পড়ল ? সভ্যতার কি ইতি হল রুপালি চাকতির বিষময় সংক্রমণে ? ভারতরত্ন কি বলেন ? তিনিও তো হরে দরে এই দলে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment