একেই কি বলে শিক্ষা ?
একেই কি বলে শিক্ষা ?
-------------------------------
শিক্ষা, সংস্কৃতি ও চেতনা সম্পূর্ণ ভিন্ন বস্তু | কোভিড সংক্রান্ত্রিয় সাবধানতা অবলম্বনবিষয়ে এই ত্রয়ীর প্রায় কোন অবদানই দেখা যাচ্ছে না সমাজে | শিক্ষিতজন অচেতন কোভিড সাবধানতাবিষয়ে | সংস্কৃতিবান তথই বচ | এক যথার্থ বিজ্ঞানমনস্ক চৈতন্যবানই এই ভয়াবহ বিজাণু সংক্রমণ হতে সাবধান হচ্ছেন | বাকি সব মদমত্ত, ক্রীড়াপরায়ণ, অসংযতের দল |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment