Wednesday 29 September 2021

সংস্কৃত শিক্ষার বহুল প্রচলন আবশ্যক আজ


সংস্কৃত শিক্ষার বহুল প্রচলন আবশ্যক আজ

-------------------------------------------------------------


সংস্কৃত শিক্ষার বহুল ব্যবস্থা করুন কেন্দ্রীয় সরকার | নইলে যে দেশোদ্ধার হবে না | স্বামীজী বলতেল সংস্কৃত সাহিত্যেই ভারতের আদি ও মূল ঐতিহ্য নিহিত | দেশের সংস্কৃতি সংস্কৃত ভাষায় বিধৃত | বিশুদ্ধভাবে শ্রদ্ধাসহকারে সংস্কৃত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেহমনে শক্তি সঞ্চারিত হয় | 


সনাতন সংস্কৃতির পতন ঘটে যখন ভগবান বুদ্ধ সর্বসাধারণের ভাষায় ধর্মপ্রচার শুরু করেন ও সংস্কৃতের প্রতি কোনও গুরুত্ব দেন না | এর ফলে পালি ও প্রাকৃতের প্রচলন হয় সাহিত্যকর্মে কিন্তু সংস্কৃতচর্চা গৌণ হয়ে পড়ে | তার ভীষণ পরিণাম ভারতের সাংস্কৃতিক অবনমন | 


স্বামীজী তাঁর জীবনে ভারত ইতিহাসের ঐতিহাসিক ভুলগুলো শুধরে নিয়ে দেশকে নবজীবন দান করতে চেয়েছিলেন | তিনি তাই সংস্কৃতের পুনঃপ্রচলন চেয়েছিলেল ব্যাপকভাবে | তাঁর মতে সংস্কৃতশিক্ষা হবে ভারতোত্থানের মূল উপায় কারণ একমাত্র দেবভাষার চর্চার দ্বারাই দেশে হৃত শ্রদ্ধা ফিরে আসবে | এবিষয়ে সরকারের বিশেষ মনোযোগ দেওয়া আবশ্যক আজ | জাতির ভবিষ্যৎ নির্ভর করছে এর ওপর |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment