Sunday 26 September 2021

MESSAGES GALORE ... 2

MESSAGES GALORE ... 2


1. মা-বাবা, মা-বাবা | তাঁদের ভালবাসার কাছে কেউ দাঁড়ায় না |


2. ভালো লেখা কেউ পড়ে না | সব চটুলের দিকে নজর |


3. সাধারণের বুদ্ধির মান উন্নত করা আবশ্যক |


4. যেমন নিজেকে সদগুরু বলে আখ্যা দিলেই কেউ সদগুরু হয়ে যান না, তেমনি নিজেকে যোগী বলে পরিচয় দিলেই কেউ যোগী হয়ে যান না |


5. ভোগী যখন যোগী সাজে, যোগীর তখন করণীয় কি ?


6. সহজকে কঠিন করার নাম আধ্যাত্মিকতা হতে পারে না | সর্বোচ্চ সত্য সবচেয়ে সরল |


7. জীবন দুদিনের -- প্রথম দিন বর্ধন ও দ্বতীয় দিন ক্ষয়ের | মরণ তৃতীয় দিনে যদি না চতুর্থ ধামে (তুরীয় চেতনায়) পোঁছানো যায় আগেই |


8. এতবড় পৃথিবী | কজনের সাথেই বা পরিচয় হল ? কজনকে জানলাম, চিনলাম ? বিরাট পরিবার অজানাই রয়ে গেল ক্ষুদ্রপরিসর জীবনে |


9. সমাজসেবা আত্মোন্নতি দিয়ে শুরু করা যায় |


10. যাকে কেউ চায় না, তাকেও তার মা চায় |


11. Mother's love is the constant rock in life.


12. Full stopএর চেয়ে দাঁড়ি চিহ্নের সাংকেতিক যাথার্থ অধিক |


13. আমার নানান বানান ভুল হয় | লেখার ক্ষেত্রে এটি বড়ই বেমানান | আপনাদের বক্তব্য জানান |


14. Perplexing problems often have simple solutions. Seek them and live happily.


15. ধনতন্ত্র তৃতীয় রিপুর দ্বারা চালিত |


16. সাধু হয়ে সাধনা ছেড়ে লোকমান্যের পেছনে ছোটা ? এ তো, ঠাকুরের ভাষায়, সন্দেশ ছেড়ে বিষ্ঠায় বসা |


17. আচ্ছা, নিত্যানন্দ রায়কে গুরু করলে কেমন হয় ? তাহলে গুরু শুঁড়িবাড়ী গেলেও গোল থাকে না |


18. কেউ ভগবান, কেউ সদগুরু, কেউ শ্রীশ্রী | নামের কি বাহার ! ধামের কি ছিরি ! আর চরিত্র ? ওকথা থাক |


19. যাঁরা ভণ্ড 'যোগী'দের জ্ঞানী বলে, সনাতন ধর্মের সুদূর প্রচারক ও সেবক বলে প্রশংসা করেন, তাঁদেরও আমি ভণ্ড আখ্যাই দি |


20. ঠাকুর-স্বামীজীর ভক্ত বলে ভণ্ডামি দেখেও গা বাঁচিয়ে ভালোমানুষটি সেজে থাকার পাত্র আমি নই | প্রতিবাদ তো করবই | অবশ্য করব |


21. শাস্ত্র না পড়ে, শুধু Asterix পড়ে কি সদগুরু হওয়া যায়, 'সদগুরু' ?https://m.youtube.com/watch?v=zibNisV6uVU&feature=share


22. চেহারা দেখে বোঝেন না কে সাধু আর কে অসাধু ? তাহলে সে চোখ তৈরি করুন |


23. প্রণাম তোমার প্রমাণ কি ?


24. Goodwill is hard gained but lost easy. So, organisation, beware !


25.

DNAর relay?

Then why the delay?

ঋষির বংশে কংসরাজ?


26.

রসরাজ রস বোঝে,

বেরসিকে বোঝে কি ?

মক্ষিকা রস খোঁজে,

পেয়েছে যে, খোঁজে কি ?


রসনা, থুড়ি, রচনা : সুগত বসু (Sugata Bose)


27. Thakur-Swamiji came to break the myth of this world. So, to create fresh myths about their personas is highly unwelcome. Over-adulation at a surface level tends to breed fresh myths.


28. Going great guns? God's grace.


29. May all the babies of the world be blessed by Holy Mother Sri Sarada Devi !


30.

বাইরেটা তো খোলস ;

তাই নিয়েই ব্যস্ত সব |

রূপসীর রূপচর্চা,

কত শত কড়ি খরচা,

সব ওই পরী সাজবার জমক |

ফুরুৎ করে উড়ে গেলে

ভাঙবে কতক চমক |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


31. আধ্যাত্মিকতা বিদ্যাশক্তির আশ্রয়ে আসে, অবিদ্যা হতে বহু দূর |


32. যিনি আত্মপ্রচারবিমুখ তিনিই যথার্থ সাধু |


33. If we have to serve the nation, we must shed cowardice and stop being the obedient servants of organisation and authority irrespective of how bad they are. A bit of spine is what first of all we need.


34. Whichever political party comes to power, one party that ever rules from behind is the capitalist party.


35. Religion is for the rich. What the masses seek is bread.


36. অবিদ্যামায়ার আশ্রয় নিয়ে ভোটে জেতা অনুচিত |


37.

The words that I leave behind

May not move many.

That's all that I have for the world 

Even if taker be not there any.


38. কোনও কোনও সাধুর ঠাকুর প্রিয় না আত্মপ্রচার প্রিয় ? সাধুর লোকমান্য হওয়ার ইচ্ছা বড় বন্ধন | স্বামীজীর মতে ৯০% সাধু এর বশ |


39. আজ সমাজে চরিত্রের বড়ই অভাব -- এমন জ্বলন্ত চরিত্র যা মানুষকে, বিশেষত যুবসমাজকে, উদ্বুদ্ধ করবে |


40. ভগবানকে পেতে হলে নিজেকে ভুলতে হবে | আত্মপ্রচার নিজের অবিদ্যাসত্তাকে মজবুত করার প্রয়াস | অতএব, লোকমান্য হতে ভগবান অনেক দূর, সে সাধুই হন আর গৃহীই হন |


41. আমাদের দেশে সত্ত্বগুণী আর তমোগুণীর আবাস | রজোগুণীরা সব বিদেশে চলে গেছে |


42. "My purity is my make-up." So must the fashionable feel. That will be the renaissance of India.


43. Let us once more make an effort to raise our country to the pinnacle of glory.


44. Hope springs yet in the heart even in the twilight of life of my motherland recovering her lost glory.


45. The body is the hindrance to love. We must feel that we are disembodied beings. There will be no resistance to union then and no dissipation in love.


46.


কোটি কোটি জন্মায়, কোটি কোটি ঘরে |

বদ্ধজীব জন্মায়, বদ্ধজীব মরে |

এদের আলোক যদি দেখানো বা যায়,

তবু রবে বদ্ধবাসনার অন্ধ গহ্বরে |


47. Creation is ever a singular act. It is never replicated. Hence, the  creative person is the one who is original in his utterance and never induced to becoming so.


48. শরীরসর্বস্ব মানুষ আর আধ্যাত্মিকতার বুঝবে কি ?


49. Personality over principle has ruined our national prospects. To change it we must place principle above personality. So, do it.


50. Swamiji said, "Remember -- women and the masses." How many of us remember this or reflect enough to understand its import?


51. Is not humanity the essential element of religion in the social context?


52. Of all the Prime Ministers of India I respect Lal Bahadur Shastri the most. Happy birthday!


53. How long will religious injunctions hold sway over vast masses of men?


54. এতবছর হয়ে গেল গান্ধীজীর জন্মানোর পর | আর একটা গান্ধীজী জন্মালেন না | জন্মদিনে প্রণাম |


55. So many years have passed since the birth of Gandhiji. Another Gandhiji has not been born. Best wishes on birthday.


56. This day Swami Abhedananda was born. Happy birthday!


57. That tree out there has so many leaves and I live in every one of them.


58. I love the weak and the humble. Equally do I dislike the arrogant and the pretentious. Can I help it?


59. Falsity is to be avoided at all cost. If you cannot feel for others, do not feign it.


60. Insincere words are a curse unto conversation. What you don't mean, don't speak.


61. মানুষকে বোঝার চেষ্টা করুন আগে | পরে না হয় তার উপকার করবেন |


62. The entertainment industry has become a mockery of sincere expression. And the rest of the world are following suit.


63. Supporters of Modiji, how is it that you so hate Gandhiji when your leader so loves him?


64. What I work for, I shall get if it be conducive to social good and my own good. Such should be the level of self-confidence. But what I lazily dream about, I shall miss even if it, if realised, be catering to my individual and social good. Such should be the sense of reality.


65. Do not sanctify desire as duty.


66. I do not believe that those who disrespect Gandhiji respect Netaji.


67. নিউজ চ্যানেলে নিউজ (সংবাদ) নেই, আছে শুধু মারপিট | ভায়া, এ কেমন হল বল দিকি |


68. Racing car garageএ এলে আর চিন্তা নেই | কিন্তু যদি ঠেলাগাড়ী আসে, তবে তাকে পালিশ করেও raceএ নামানো যাবে না |


69. দেশের অধঃপতনের জন্য সবাই যেমন দায়ী তেমনই সবারই তার উত্থানের জন্য দায়বদ্ধতা |


70. Humility is very important. For an aspirational nation it is a prime virtue. Arrogance never achieves, humility does. It sweetens social relations. This we must remember.


71.

Dawn breaks out like a bashful girl

Slowly raising her glance.

The scattered hues are all around,

Broken beams of light.

This love is or that love is,

Who alas, shall say?

The veil has lifted, the dark eyes shine,

It's a dewy dawn's delight.


72. একটি হাসির মধ্যে যা বেদান্ত, বেদান্তের মধ্যে সে হাসি নেই | বেদান্তে বেদান্তও নেই |


73. আমার লেখার মধ্যে আমি অন্যকে quote করব কেন? লেখাটা তো আমার, তাঁর তো নয় | তাই নয় কি?


74. যে কারণে মুসলমান ভগবানের মূর্তি বানান না, সেই কারণেই হিন্দু ভগবানের মূর্তি বানান | উভয়েই অনন্তের গুণকীর্তনে আগ্রহী নিজ নিজ উপায় অবলম্বনে |


75.

প্র : কেউ যদি কেউ নামের (অর্থাৎ, নামযশের) দিকে যান, তাহলে তাঁকে কি বলে প্রাথমিক সম্বোধন করবেন ?

উ : প্রণাম !


76. প্র : কেউ যদি গ্রামের দিকে যান, তাহলে তিনি কেন যাচ্ছেন হোথা ?

উ : Program.


77. There are some 'eminent' authors whose books are compilations of quotations, a feature Swamiji eminently disliked.


78. না বোঝে বাংলা, না বোঝে ইনজিরি, না বোঝে মানে, না নেয় প্রাণে | করি কি বলুন দিকি ?


79. 

মন্দিরে কে ?

------------------

মা দোরগোড়ায় দাঁড়িয়ে | ভোঁতাবুদ্ধির দাড়োয়ান দোরে খাড়া | ঢুকতে দিচ্ছে না | এদিকে মার প্রবেশের টিকিট নেই | অগত্যা, মা ফিরে যাচ্ছেন দোরগোড়া হতে | তারপর আবার বলে, "মা কই ? মা কই ?"


80. আমার লেখা আগে কেউ কেউ প্রায়ই share করতেন | কিন্তু হঠাৎ তাঁদের মনে হল, "মুই কিছু কম অছি, বটে ?" বস্, share শেষ | আমার দুর্গতি অশেষ |


81. স্বামীজী গৃহীদের সাবধান করেছিলেন তাঁরা যেন সাধুদের অতিভক্তি প্রদর্শনের দ্বারা মাথায় না তোলেন | এতে সন্ন্যাসীর বিশেষ ক্ষতিসাধন হয় |

  

82. কি আছে ? একবারে না হয়, হাজার বারে হবে | বার বার জন্মাব আর বার বার মরব | তারপর একটু বুদ্ধির ঝিলিক দেবে | তখন আরো ক'হাজার বার জন্মে টন্মে, ভোগ টোগ সাঙ্গ করে, ভক্তির ঢং বন্ধ করে চৈতন্যলোকে অবস্থান হবে | অতএব, বর্তমান ভক্তির ঢং চলুক | ক্ষতি কি ?


83. 

স্বামীজী জন্মান না কেন ? স্বামীজী জন্মান না কেন ? এই রব প্রায়ই শুনি | আরে বাবা, ভুবনেশ্বরী দেবী কোথায় ? কোন গর্ভে জন্মাবেন ? এটা ভেবে দেখেছেন ? মা কই ?


84. স্বামীজী যা যা বলে গেছেন, আমরা ঠিক তার উল্টোটা করছি | বেশ করে স্বামীজীকে betray করা হচ্ছে | Not bad.


85. Not a word of encouragement. Only discouragement, disparaging remarks and disturbing observations about all the glorious work that men of letters do. It seems eating, drinking and watching serials have become the staple of gentlemanly living. Living like pigs -- is this life?


86. সাধু সংসার ত্যাগ করল আর ছুটল তার পেছনে সংসারীর দল | কী আপদ !


87. যে সংসারে সত্য নেই, সে সংসারে অর্থ নেই |


88. সমাজে এথন সব frothy characters, ফেনিল চরিত্র | রাশি রাশি, স্তুপিকৃত রজোস্তমোগুণসম্পন্ন মানুষ | ঋষি কই ?


89. Behind the dream is a wakeful reality, behind the form is a substance. The image lends its way to the core truth, the shadow disappears in the sun.


90. Celebrity তো নয়, সব অবিদ্যাশক্তি | Themselves deluded, they delude others. আর বোকার দল, সব গোগ্রাসে গিলছে |


91. সত্ত্বগুণে সংরক্ষণ, রজোগুণে সৃজন আর তমোগুণে ধ্বংস | ভারত আজ কোন গুণে ?


92. 

Of all the famous Gurus, Babas, Sri Sris and Swamis, Sri Ramakrishna was the one who literally lived out every word that he preached. And that is what makes him so special, so spiritual in the truest sense of the term and so inspiring for those who truly wish to tread the path of the Spirit and not of the flesh or of fame camouflaged as it.


93. All religions do not speak the same truth and this is the plain truth.


94. Does the omnipresent God really live only ABOVE that He is constantly called UPARWALLA?


95. Which is bigger -- the country or the truth?


96. কোনটা বড় -- স্বদেশ না সত্য ?


97. How do we call ourselves Hindus, Muslims, Christians, communists, theists, atheists etc. when in truth we do not even know who we are?


98. Why do people call themselves 'bandaa' in Hindi? Are they slaves? Of whom? Has not slavery been abolished as a vicious antiquated practice?


99. A limiting religion is limited in its lifespan. Religion to survive must allow the full flow of the individual to his divine status even unto being one with God.


100. We so often are told of fascist crimes against humanity? But what about communist crimes, capitalist crimes, imperialist crimes and religious crimes perpetrated against humanity? Crime is crime and it springs from a loss of heart brought about by doctrinaire conditioning and the selfish pursuit of desire and dominance.

No comments:

Post a Comment