Monday 6 September 2021

বাহবা ব্যবসাদার

বাহবা ব্যবসাদার !

-------------------------


আমাদের দেশের ক্রিকেটাররা সব মায়ায় আবদ্ধ, অর্থের দাস, সে যত বড় খেলোয়াড়ই হক না কেন | চরিত্র, গাম্ভীর্য, ব্যক্তিত্ব, সব জলাঞ্জলি দিয়ে, অর্থলিপ্সার দ্বারা প্রবুদ্ধ হয়ে সব কাঞ্চনের নেশায় মত্ত | বাহবা দেশের ভারতরত্ন, বাহবা সাংবাদিক মোসাহেবের দল, বাহবা বাকি সব বিকৃত রসসম্পন্ন ধারাভাষ্যকার ! আর বাহবা দেশের বিকৃত রুচিসম্পন্ন চিত্রতারকার দল ! আপনারাই তেত্রিশ কোটি দেবদেবীর আসন দখল করেছেন আজ | দেশের ভবিষ্যৎ আপনাদের ব্যবহৃত foundationএর ন্যায়েই ঊজ্জ্বল | ক্রিকেটার মহাশয়, আপনি এবার পুরোদমে ব্যবসায় নেমে পরুন | কতকাল আর খেলা বেচে এভাবে নিম্নবৃত্তিসহায়ে খাবেন ? এবার হাতির আসল দাঁত দেখান | দেশটার চরিত্র সম্পূর্ণ নষ্ট করে নিজস্বার্থ চরিতার্থ করুন | চিত্রতারকা বড়দাদারা আপনাদের সঠিক পথ দেখাবেন | ওঁদের guide হিসেবে নিতে ভুলবেন না যেন | বাকি কাজ ব্যবসায়ী খুল্লতাতেরা সামলে নেবেন | ওদেরই তো দালাল আপনারা আজ | তা না হলে এভাবে নিজেদের বেচেন ? 


পুনশ্চ : এই রচনাটি শুধু বর্তমান ক্রিকেটারদের উদ্দ্যেশ্য করে নয় | ভারতরত্ন তথা তাঁর তৎকালীন কিছু ক্রীড়াজগৎ হতে অবসরপ্রাপ্ত সতীর্থদের উদ্দ্যেশ্যেও বলা |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment