ভগবানকে খোলা চিঠি
ভগবানকে খোলা চিঠি
--------------------------------
হে ঠাকুর,
'জগা'র খিচুরি দেখে মনে হয় সত্যজিত রায় 'মহাপুরুষ' চলচ্চিত্রে ঠিকই চিত্রায়ন করেছিলেন ভণ্ড ভগবানদের চরিত্র | গতকাল যিনি ছিলেন 'জগা' আজ তিনিই যোগী | হায় ভগবান, জগা তোমায় দিয়েছে ফেলে আসন থেকে | তুমি এখন 'ঐ আসনতলে মাটির পড়ে লুটায়ে' আছো | জগার চেলা এখন সংখ্যায় তোমার ভক্তদের চেয়ে ঢের বেশী | জগা তোমার ঘরে ডাকা ডালছে | এবার শিগ্গিরি এসো | নইলে ভিটে মাটি চাটি হবে, বিশ্বাস করো | তুমি তো জানো 'বিশ্বাসে মিলায়ে কৃষ্ণ, তর্কে বহুদূর |' তাই বলছি, মানে মানে এবার রামকৃষ্ণলোক থেকে কেটে পড়ে মর্তলোকে পারি দাও দিকি | এদিকে যে সব গেল | রিসেপ্শন কমিটি পর্যন্ত জগার কবলে | তোমার এখন 'যায় যায়' অবস্থা | ঘর সামলাও |
ইতি,
তোমার প্রহৃত একান্ত ভক্ত,
দিশেহারা সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment