Sunday 26 September 2021

ভণ্ড যখন 'ভগবান', ভোগী যখন 'যোগী', বদগুরু যখন 'সদগুরু' আর বিশ্রী যখন 'শ্রীশ্রী'


ভণ্ড যখন 'ভগবান', ভোগী যখন 'যোগী', বদগুরু যখন 'সদগুরু' আর বিশ্রী যখন 'শ্রীশ্রী'

-------------------------------------------------------------------------


এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেই যত গোল করেছেন ভণ্ডগুলোর | প্রাণের সুখে ভণ্ডামিটিও করতে পারছে না | এই আমাদের মত লোকেরা এদের ধরে ফেলছেন | কিন্তু বাকিরা পারছে কই ? সব ইংরেজীতেই কাত |


আজীবন অনেক ভণ্ডই তো দেখলাম | এখন দেখছি সদগুরুরূপী ভণ্ডশিরোমণি | কী অবলীলায় মূর্খ মানুষের মাথায় ঘোল ঢালছে ! সাধে হিন্দুদের আজ এই অবস্থা | এখন কাপুরুষ ভক্তের দল, মেরুদণ্ডবিহীন সরীসৃপসম | প্রতিবাদ করবে কি, সেই তেজ, বীর্য কোথায় ? শুধু অর্থহীন স্তুতিবচন, স্বামীজীর প্রশস্তি | অথচ স্বামীজীর সমাজসংস্কারহেতু শৌর্যবীর্যসহায়ে অশুভশক্তির প্রতিরোধে রুখে দাঁড়ানোর উদাহরণটি এঁরা বেমালুম ভুলে যান নিজজীবনে প্রয়োগ করতে | তাই স্বামীজীর কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও এইসব দুর্বৃত্ত, এইসব দানবের দল ভগবান, সদগুরু, যোগী, শ্রীশ্রী সেজে সমাজের সমূহ ক্ষতি করে চলেছে | আর এইসব ভক্তরা ভালমানুষটি সেজে বসে আছেন | এও এক সাজ | এও এক ভণ্ডামি | কবি বলেছেন,

"অন্যায় যে করে আর অন্যায় যে সহে,

তব ঘৃণা তারে যেন তৃণসম দহে |"


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment